৪০টি আমার পথ প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন | Amar Poth Short Question
৪০টি আমার পথ প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন |
■ লেখক-পরিচিতি
প্রশ্ন-১. বাংলাদেশের জাতীয় কবি কে?
উত্তর: বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।
প্রশ্ন-২. কাজী নজরুল ইসলাম কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর: কাজী নজরুল ইসলাম ১৮৯৯ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন ।
প্রশ্ন-৩. কাজী নজরুল ইসলাম ১৩০৬ সনের কোন তারিখে জন্মগ্রহণ করেন?
উত্তর: কাজী নজরুল ইসলাম ১৩০৬ সনের ১১ই জ্যৈষ্ঠ জন্মগ্রহণ করেন।
প্রশ্ন-৪. কত সালে কাজী নজরুল ইসলাম বাঙালি পল্টনে যোগ দেন?
উত্তর: ১৯১৭ সালে কাজী নজরুল ইসলাম বাঙালি পল্টনে যোগ দেন।
প্রশ্ন-৫. কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন?
উত্তর: কাজী নজরুল ইসলাম তেতাল্লিশ বছর বয়সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন ।
প্রশ্ন-৬. 'মৃত্যু-ক্ষুধা' কাজী নজরুল ইসলামের কী জাতীয় রচনা?
উত্তর: 'মৃত্যু-ক্ষুধা' কাজী নজরুল ইসলামের লেখা একটি উপন্যাস।
প্রশ্ন-৭. কত খ্রিষ্টাব্দে কাজী নজরুল ইসলাম মৃত্যুবরণ করেন?
উত্তর: ১৯৭৬ খ্রিস্টাব্দে কাজী নজরুল ইসলাম মৃত্যুবরণ করেন ।
প্রশ্ন-৮. কাজী নজরুল ইসলাম কোথায় মৃত্যুবরণ করেন?
উত্তর: কাজী নজরুল ইসলাম ঢাকায় মৃত্যুবরণ করেন । মূলপাঠ
প্রশ্ন-৯. 'আমার পথ' প্রবন্ধে প্রবন্ধকারের কর্ণধার কে?
উত্তর: ‘আমার পথ' প্রবন্ধে প্রবন্ধকারের কর্ণধার তিনি নিজেই ।
প্রশ্ন-১০. আমার কর্ণধার কে?
উত্তর: আমার কর্ণধার আমি ।
প্রশ্ন-১১. 'আমার পথ' প্রবন্ধে আমার পথ আমাকে কী দেখাবে?
উত্তর: 'আমার পথ' প্রবন্ধে আমার পথ আমাকে আমার সত্যকে দেখাবে।
প্রশ্ন-১২. 'আমার পথ' প্রবন্ধে কাকে লেখক সালাম জানিয়েছেন?
উত্তর: ‘আমার পথ' প্রবন্ধে লেখক আপন সত্যকে সালাম জানিয়েছেন ।
প্রশ্ন-১৩, প্রাবন্ধিক কোন পথকে বিপথ মনে করেন?
উত্তর: প্রাবন্ধিক সত্যের বিরোধী পথকে বিপথ মনে করেন।
প্রশ্ন-১৪. প্রাবন্ধিকের মতে, কে বাইরে ভয় পায়?
উত্তর: প্রাবন্ধিকের মতে, যার ভেতরে ভয়, সেই বাইরে ভয় পায় ।
প্রশ্ন-১৫. প্রাবন্ধিকের মতে, কে মিথ্যাকে মিছেমিছি ভয় করে না?
উত্তর: প্রাবন্ধিকের মতে, যে মিথ্যাকে চেনে সে মিথ্যাকে মিছেমিছি ভয় করে না ।
প্রশ্ন-১৬, যার মনে মিথ্যা সে কোনটিকে ভয় পায়?
উত্তর: যার মনে মিথ্যা সে মিথ্যাকে ভয় পায় ।
প্রশ্ন-১৭. কাজী নজরুল ইসলামের মতে কে মিথ্যাকে ভয় করে?
উত্তর: কাজী নজরুল ইসলামের মতে, যার মনে মিথ্যা সে-ই মিথ্যাকে
ভয় করে।
প্রশ্ন-১৮. ‘আমার পথ' প্রবন্ধের প্রাবন্ধিকের মতে, কোন মানুষকে ভয় দেখিয়ে পদানত করে রাখা যায় না?
উত্তর: ‘আমার পথ' প্রবন্ধের প্রাবন্ধিকের মতে, যে নিজেকে চেনে তাকে ভয় দেখিয়ে পদানত করে রাখা যায় না ।
প্রশ্ন-১৯. 'আমার পথ' প্রবন্ধে প্রাবন্ধিকের মতে, কাউকে আর চিনতে বাকি থাকে না কার ?
উত্তর: যে নিজেকে চেনে, তার আর কাউকে চিনতে বাকি থাকে না।
প্রশ্ন-২০. আত্মকে চিনলে কী আসে?
উত্তর: আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে ।
প্রশ্ন-২১. আত্মাকে চেনার সহজ স্বীকারোক্তি কী?
উত্তর: নিজেকে চেনাই আত্মাকে চেনার সহজ স্বীকারোক্তি।
প্রশ্ন-২২. কখন নিজের সত্যকে অস্বীকার করে ফেলা হয়?
উত্তর: খুব বেশি বিনয় দেখাতে গিয়ে নিজের সত্যকে অস্বীকার করে ফেলা হয়।
প্রশ্ন-২৩. কোনটি সবচেয়ে বড়ো দাসত্ব?
উত্তর: পরাবলম্বন হচ্ছে সবচেয়ে বড়ো দাসত্ব ।
প্রশ্ন-২৪. অন্তরে কী থাকলে বাইরের গোলামি ভাব থেকে রেহাই পাওয়া যায় না?
উত্তর: অন্তরে গোলামির ভাব থাকলে বাইরের গোলামি ভাব থেকে রেহাই পাওয়া যায় না।
প্রশ্ন-২৫. কোন দিন আমরা সত্যি সত্যি স্বাধীন হব?
উত্তর: যেদিন আমরা আত্মনির্ভরশীল হতে পারব, সেদিনই আমরা সত্যি সত্যি স্বাধীন হব ।
প্রশ্ন-২৬. 'আমার পথ' প্রবন্ধ অনুসারে কাকে নিজের ভগবান মনে করা ভণ্ডামি নয়?
উত্তর: ‘আমার পথ' প্রবন্ধ অনুসারে নিজ আত্মাকে নিজের ভগবান মনে করা ভণ্ডামি নয়।
প্রশ্ন-২৭. ‘আমার পথ' প্রবন্ধের প্রাবন্ধিকের মতে, কখন মনে একটা ‘ডোন্ট কেয়ার' ভাব আসে?
উত্তর: ‘আমার পথ' প্রবন্ধের প্রাবন্ধিকের মতে, নিজেকে চিনতে পারলে মনে একটা 'ডোন্ট কেয়ার' ভাব আসে।
প্রশ্ন-২৮. 'আমার পথ' প্রবন্ধে কোনটিকে সবচেয়ে বড়ো ধর্ম বলা হয়েছে?
উত্তর: ‘আমার পথ' প্রবন্ধে মানুষ-ধর্মকে সবচেয়ে বড়ো ধর্ম বলা হয়েছে।
প্রশ্ন-২৯. যেখানে মানুষে মানুষে প্রাণের মিল সেখানে কী থাকে না?
উত্তর: যেখানে মানুষে মানুষে প্রাণের মিল সেখানে ধর্মের বৈষম্য থাকে না ।
প্রশ্ন-৩০. কে অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না?
উত্তর: যার নিজের ধর্মে বিশ্বাস আছে এবং যে নিজের সত্যকে চিনেছে সে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না।
■ শব্দার্থ ও টীকা
প্রশ্ন-৩১. ‘কুর্নিশ' শব্দের অর্থ কী?
উত্তর: ‘কুর্নিশ' শব্দের অর্থ— অভিবাদন বা সম্মান প্রদর্শন
প্রশ্ন-৩২. 'মেকি' শব্দের অর্থ কী?
উত্তর: ‘মেকি' শব্দের অর্থ মিথ্যা বা কপট ।
প্রশ্ন-৩৩. 'সম্মার্জনা' শব্দের অর্থ কী?
উত্তর: ‘সম্মার্জনা' শব্দের অর্থ হলো— মেজে ঘষে পরিষ্কার করা।
প্রশ্ন-৩৪. ‘আগুনের ঝান্ডা' শব্দটির অর্থ কী?
উত্তর: ‘আগুনের ঝান্ডা' শব্দটির অর্থ অগ্নিপতাকা ।
প্রশ্ন-৩৫. দেশের শত্রুকে দূর করতে কী প্রয়োজন?
উত্তর: দেশের শত্রুকে দূর করতে আগুনের সম্মার্জনা প্রয়োজন ।
■ পাঠ-পরিচিতি
প্রশ্ন-৩৬. ‘আমার পথ' প্রবন্ধটি কোন প্রবন্ধগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
উত্তর: 'আমার পথ' প্রবন্ধটি 'রুদ্র-মঙ্গল' প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে ।
প্রশ্ন-৩৭. কাজী নজরুল ইসলামের 'আমি' ভাবনা বিন্দুতে কীসের উচ্ছ্বাস জাগায়?
উত্তর: কাজী নজরুল ইসলামের 'আমি' ভাবনা বিন্দুতে সিন্ধুর উচ্ছ্বাস জাগায় ।
প্রশ্ন-৩৮. কোনটি কাজী নজরুল ইসলামের প্রাণপ্রাচুর্যের উৎসবিন্দু?
উত্তর: সত্যের উপলব্ধি কাজী নজরুল ইসলামের প্রাণপ্রাচুর্যের উৎসবিন্দু।
প্রশ্ন-৩৯. কোন বোধে জাগ্রত হতে পারলেই ধর্মের সত্য উন্মোচিত হবে?
উত্তর: মনুষ্যত্ববোধে জাগ্রত হতে পারলেই ধর্মের সত্য উন্মোচিত হবে।
প্রশ্ন-৪০. মানুষের মধ্যে সহনশীলতা বাড়ে কখন?
উত্তর: সম্প্রীতির বন্ধন শক্তিশালী হলে মানুষের মধ্যে সহনশীলতা বাড়ে।
Thanks 🥰
Many many thanks for you
Thank you so much 😊
অসংখ্য অসংখ্য ধন্যবাদ
Hm
Thank you
Thanks
ধন্যবাদ