গনোরিয়া রোগের কারণ ও প্রতিকার সম্পর্কে আলোচনা কর
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো গনোরিয়া রোগের কারণ ও প্রতিকার সম্পর্কে আলোচনা কর জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের গনোরিয়া রোগের কারণ ও প্রতিকার সম্পর্কে আলোচনা কর ।
গনোরিয়া রোগের কারণ ও প্রতিকার সম্পর্কে আলোচনা কর |
গনোরিয়া রোগের কারণ ও প্রতিকার সম্পর্কে আলোচনা কর
- গনোরিয়ার কারণ ও প্রতিকার সম্পর্কে ধারণা দাও
উত্তর : ভূমিকা : যৌন সংক্রমিত (Sexually Transmitted Disease)-STD) রোগগুলোর মাঝে গনোরিয়া একটি মারাত্মক ব্যাধি। আমাদের দেশে সাধারণত এ রোগটি প্রমেহ নামে পরিচিত।
সাধারণ জনগণের মাঝে এ রোগ সম্পর্কে নানারকম ভুল ধারণা রয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে চিকিৎসা নিলে এ রোগ থেকে মুক্ত পাওয়া যায় ।
→ গনোরিয়া রোগের কারণ : গনোকক্কাস নামক এক প্রকার অণুবীক্ষণ জীবাণু হচ্ছে গনোরিয়া রোগের মূল কারণ। গনোকক্কাস নামক জীবাণু আক্রান্ত ব্যক্তির কাছ থেকে যৌন ক্রিয়ার মাধ্যমে তার যৌন সঙ্গীর ভিতরে প্রবেশ করে। তাছাড়া আরো অনেক কারণ লক্ষ্য করা যায়। যেমন-
১. জীবাণুমুক্ত তোয়ালে বা হাতের মাধ্যমে ।
২. সন্তান তার মাতার মাধ্যমে যোনিনালীর জীবাণু দ্বারা আক্রান্ত হতে পারে ।
৩. যৌন ক্রিয়ার মাধ্যমে এ রোগ হতে পারে ।
৪. এ জীবাণুর প্রবেশ পথ হলো জননেন্দ্রিয়ের শ্লেঙ্কিক ঝিল্লি । তাছাড়া নবজাতকের চোখের বাইরের আবরণ হচ্ছে আরেকটি প্রবেশ পথ ।
গনোরিয়া রোগের প্রতিকার : নিম্নে পদক্ষেপ আমরা গনোরিয়া রোগ প্রতিকার করতে পারি।
১. অবাধ ও ঝুঁকিপূর্ণ যৌন মিলন থেকে দূরে থাকা ধর্মীয় অনুশাসন মেনে চলা।
২. যৌন মিলনের সময় কনডম ব্যবহার করা ।
৩. দেহব্যবসায়ীদের বা যৌনকর্মীদের নিয়মিত ডাক্তারি পরীক্ষা করা ।
৪. গর্ভবতী মায়েদের নিয়মিত পরীক্ষা করা ।
৫. পতিতাবৃত্তিকে নিরুৎসাহিত করা।
৬. নবজাতকের চোখে জীবাণু মুক্তকারী ঔষধ দেওয়া ও ৭. স্বাস্থ্য শিক্ষার প্রচার ও প্রসার করা।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, (STD) যৌনবাহিত রোগগুলোর মধ্যে গনোরিয়া একটি সাংঘাতিক রোগ। এটি সাধারণত Neisseria gonorrhoe নামক একপ্রকার জীবাণুর সংক্রমণে হয়ে থাকে।
তাই এ রোগীর নির্ণয় এবং প্রতিকার ও চিকিৎসা করা সবারই দায়িত্ব। নতুন মানব শরীরের ব্যাপক ক্ষতি করতে পারে।
আর্টিকেলের শেষকথাঃ গনোরিয়া রোগের কারণ ও প্রতিকার সম্পর্কে আলোচনা কর
আমরা এতক্ষন জেনে নিলাম গনোরিয়া রোগের কারণ ও প্রতিকার সম্পর্কে আলোচনা কর । যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।