উপসর্গ ও অনুসর্গের পার্থক্য আলোচনা করো | উপসর্গ ও অনুসর্গ উদাহরণ
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো উপসর্গ ও অনুসর্গের পার্থক্য আলোচনা করো জেনে নিবো। তোমরা যদি উপসর্গ ও অনুসর্গের পার্থক্য আলোচনা করো টি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের উপসর্গ ও অনুসর্গের পার্থক্য আলোচনা করো টি।
উপসর্গ ও অনুসর্গের পার্থক্য আলোচনা করো |
উপসর্গ ও অনুসর্গের পার্থক্য আলোচনা করো | উপসর্গ ও অনুসর্গ উদাহরণ
উত্তরঃ উপসর্গ ও অনুসর্গের পার্থক্যসহ উদাহরণ দেওয়া হলোঃ
উপসর্গ | অনুসর্গ |
---|---|
যেসব বর্ণ বা বর্ণসমষ্টির নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু নতুন শব্দ গঠন করতে সাহায্য করে তাদের উপসর্গ বলে । যেমন: 'অ' একটি উপসর্গ যা ‘চেনা' শব্দের আগে বসে ‘অচেনা' নামক নতুন একটি শব্দ গঠন করেছে । | যেসব শব্দ বাক্যে স্বাধীনরূপে বসে বাক্যের অর্থ প্রকাশ করে, শব্দ ও বাক্যের সাথে সম্পর্ক স্থাপন করে এবং বাক্যে বিভক্তির ন্যায় ব্যবহৃত হয় তাদের অনুসর্গ বলে । যেমন: প্রতি, মধ্যে, ন্যায়, সাথে, ছাড়া ইত্যাদি । |
উপসর্গ বাক্যে স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে না । এটি অন্য কোনো শব্দের পূর্বে যুক্ত অবস্থায় থাকে। যেমন: ‘দেশে আকাল শুরু হয়েছে'— এখানে ‘আ’ উপসর্গটি বাক্যে স্বাধীন নয় । | অনুসর্গ বাক্যে স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে। যেমন: ‘আমার জন্য পানি নিয়ে আয়’— এখানে 'জন্য' অনুসর্গটি বাক্যে স্বাধীন । |
উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই । অন্য শব্দের আগে বসে সেই শব্দের অর্থ পরিবর্তন বা পরিবর্ধন করে । যেমন: ‘নি’ এর নিজস্ব কোনো অর্থ নেই । কিন্তু ‘খুঁত’ শব্দের আগে বসে ‘নিখুত’ নামে নতুন শব্দ গঠন করেছে । | অনুসর্গের নিজস্ব অর্থ আছে । যেমন: ‘সবার উপরে মানুষ সত্য' - এখানে উপরে শব্দটির নিজস্ব অর্থ রয়েছে। |
উপসর্গ নতুন শব্দ গঠন করে। যেমন: ‘পরি’ উপসর্গটি পূর্ণ-এর আগে বসে ‘পরিপূর্ণ” শব্দটি গঠন করেছে। | অনুসর্গ নতুন শব্দ গঠন করে না । নিজেই স্বতন্ত্র শব্দ হিসেবে ব্যবহৃত হয় । যেমন: 'তোমাকে ছাড়া এ কাজ অসম্ভব'- এখানে ছাড়া অনুসর্গটি স্বতন্ত্ররূপে ব্যবহৃত হয়েছে। |
উপসর্গ বিভক্তির কাজ করে না। কেননা উপসর্গ শব্দের আগে বসে আর বিভক্তি, শব্দের পরে বসে । যেমন: অনুমতি, ইতিহাস ইত্যাদি । | অনুসর্গ বিভক্তির কাজ করে । কেননা অনুসর্গ শব্দের পরে স্বাধীন রূপে ব্যবহৃত হয় । যেমন: তোমা দ্বারা এ কাজ হবে না । |
আর্টিকেলের শেষকথাঃ উপসর্গ ও অনুসর্গের পার্থক্য আলোচনা করো
আমরা এতক্ষন জেনে নিলাম উপসর্গ ও অনুসর্গের পার্থক্য আলোচনা করো টি। যদি তোমাদের আজকের এই উপসর্গ ও অনুসর্গের পার্থক্য আলোচনা করো টি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।