উপসর্গ কাকে বলে ? উপসর্গের ৪টি বৈশিষ্ট্য লেখো
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো উপসর্গ কাকে বলে ? উপসর্গের ৪টি বৈশিষ্ট্য লেখো জেনে নিবো। তোমরা যদি উপসর্গ কাকে বলে ? উপসর্গের ৪টি বৈশিষ্ট্য লেখো টি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের উপসর্গ কাকে বলে ? উপসর্গের ৪টি বৈশিষ্ট্য লেখো টি।
উপসর্গ কাকে বলে ও উপসর্গের ৪টি বৈশিষ্ট্য লেখো |
উপসর্গ কাকে বলে? উপসর্গের ৪টি বৈশিষ্ট্য লেখো
‘উত্তর: যেসব বর্ণ বা শব্দাংশের নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু শব্দের আগে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করতে সাহায্য করে তাদের উপসর্গ বলে । যেমন: প্র— প্রহার, আ— আগমন, সু— সুদিন ইত্যাদি। নিচে উপসর্গের বৈশিষ্ট্যগুলো তুলে ধরা হলো:
ক. নতুন অর্থবোধক শব্দ তৈরি করে। পরা + জয় = পরাজয় ।
খ. শব্দের অর্থের পরিবর্তন করে । প্র + নাম = প্রণাম ।
গ. শব্দের অর্থের সম্প্রসারণ করে। পরি + পূর্ণ = পরিপূর্ণ ।
ঘ. শব্দের অর্থের সংকোচন করে। উপ + বন = উপবন।
আর্টিকেলের শেষকথাঃ উপসর্গ কাকে বলে ? উপসর্গের ৪টি বৈশিষ্ট্য লেখো
আমরা এতক্ষন জেনে নিলাম উপসর্গ কাকে বলে ? উপসর্গের ৪টি বৈশিষ্ট্য লেখো টি। যদি তোমাদের আজকের এই উপসর্গ কাকে বলে ? উপসর্গের ৪টি বৈশিষ্ট্য লেখো টি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।