ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সে তরী সারমর্ম
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সে তরী সারমর্ম জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সে তরী সারমর্ম ।
ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সে তরী সারমর্ম |
ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সে তরী সারমর্ম
ঠাঁই নাই, ঠাঁই নাই, ছোট সে তরী
আমারি সোনার ধানে গিয়েছে ভরি।
শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে,
শূণ্য নদীর তীরে রহিনু পড়ি—
যাহা ছিল নিয়ে গেল সোনার তরী ।
সারমর্ম: অনন্ত অসীম মহাকালের কাছে ব্যক্তির কোনো মূল্য নেই। ব্যক্তির জীবনের মহৎ অর্জন ও স্বর্ণতুল্য সৃষ্টিকর্মই মহাকালের কাছে অমরত্ব লাভ করে। ব্যক্তিকে রিক্ত অবস্থায় হারিয়ে যেতে হয় বিস্মৃতির ও শূণ্যতার অতল গহ্বরে। মহাকালের জঠরে চির-বিলীন হওয়ার জন্যেই ব্যক্তির অপেক্ষা।
আর্টিকেলের শেষকথাঃ ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সে তরী সারমর্ম
আমরা এতক্ষন জেনে নিলাম ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সে তরী সারমর্ম টি। যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।