সংসারে গড়িব এক নতুন সমাজ সারমর্ম
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো সংসারে গড়িব এক নতুন সমাজ সারমর্ম জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের সংসারে গড়িব এক নতুন সমাজ সারমর্ম ।
সংসারে গড়িব এক নতুন সমাজ সারমর্ম |
সংসারে গড়িব এক নতুন সমাজ সারমর্ম
সংসারে গড়িব এক নতুন সমাজ ।
মানুষের সাথে কভু মানুষের রবে না বিচ্ছেদ-
সর্বত্র মৈত্রীর ভাব করিবে বিরাজ ।
দেশে দেশে যুগে যুগে কত যুদ্ধ কত না সংঘাত
মানুষে মানুষে হল কত হানাহানি
এবার মোদের পূণ্যে সমুদিবে প্রেমের প্রভাত
সোল্লাসে গাহিবে সবে সৌহার্দ্যের বাণী ।
সারমর্ম: কবি পৃথিবীতে মানবিক ও সৌহার্দপূর্ণ একটি মানব সমাজ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেছেন। যেখানে ঘুচে যাবে সকল ঘৃণা-বিদ্বেষ ও বাধা-ব্যবধান। সুপ্রাচীন কাল থেকে যুগ- যুগান্তরব্যাপী সংঘাত-সংঘর্ষ ও রক্তপাতে এ ধরণি আজ শ্রান্ত- অবসন্ন। এসব নৃশংসতার অবসান ঘটিয়ে কবি এক নতুন সূর্যোদয়ের প্রত্যাশা করেছেন যেখানে সবাই প্রেম-পূণ্য ও প্রীতির ধারায় মিলিত হবে মানুষের মাঝে ।
আর্টিকেলের শেষকথাঃ সংসারে গড়িব এক নতুন সমাজ সারমর্ম
আমরা এতক্ষন জেনে নিলাম সংসারে গড়িব এক নতুন সমাজ সারমর্ম টি। যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।