৫টি সন্ধি ও সমাসের মধ্যে পার্থক্য লেখ উদাহরণসহ
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো সন্ধি ও সমাসের পার্থক্য উদাহরণ জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের সন্ধি ও সমাসের মধ্যে পার্থক্য লেখ টি।
৫টি সন্ধি ও সমাসের মধ্যে পার্থক্য লেখ উদাহরণসহ |
সন্ধি ও সমাসের পাঁচটি পার্থক্য উদাহরণসহ লেখো
উত্তর: বাংলা ভাষায় শব্দ গঠনের ক্ষেত্রে সন্ধি ও সমাসের প্রয়োজনীয়তা অপরিসীম । নিচের ছকে সন্ধি এবং সমাসের পার্থক্য দেখানো হলো :
সন্ধি | সমাস |
---|---|
ক. পরস্পর দুইটি ধ্বনি বা বর্ণের মিলনকে সন্ধি বলে । যেমন: রবি + ইন্দ্র = রবীন্দ্র । | ক. পরস্পর অর্থসঙ্গতি বিশিষ্ট দুই বা ততোধিক পদকে একপদে পরিণত করার প্রক্রিয়াকে সমাস বলে । যেমন: পঞ্চ নদীর সমাহার = পঞ্চনদ |
খ. সন্ধির ফলে ধ্বনির পরিবর্তন হয়। | খ. সমাসের ফলে অর্থের পরিবর্তন ঘটে থাকে। |
গ. সন্ধিতে পদগুলোর পরিবর্তন হয় না । | গ. সমাসে পদগুলোর মিলনে একটি পদ হয় । |
ঘ. সন্ধি ব্যাকরণের ধ্বনিতত্ত্বে আলোচিত হয় । | ঘ. সমাস ব্যাকরণের রূপতত্ত্বে আলোচিত হয় । |
ঙ. সন্ধিতে বিভক্তি লোপ পায় না । | ঙ. অলুক সমাস ছাড়া অন্য সবা সমাসে বিভক্তি লোপ পায় । |
আর্টিকেলের শেষকথাঃ সন্ধি ও সমাসের মধ্যে পার্থক্য
আমরা এতক্ষন জেনে নিলাম সন্ধি ও সমাসের একটি মিল উল্লেখ করো টি। যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।