সম্পূরক ও বিধেয়ের প্রসারকের পার্থক্য উদাহরণসহ লেখো
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো সম্পূরক ও বিধেয়ের প্রসারকের পার্থক্য উদাহরণসহ লেখো জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের সম্পূরক ও বিধেয়ের প্রসারকের মধ্যে পার্থক্য কী? উদ্দেশ্য ও বিধেয়ের প্রসারক কী কী উপায়ে গঠিত হতে পারে টি।
সম্পূরক ও বিধেয়ের প্রসারকের পার্থক্য উদাহরণসহ লেখো |
সম্পূরক ও বিধেয়ের প্রসারকের মধ্যে পার্থক্য কী? উদ্দেশ্য ও বিধেয়ের প্রসারক কী কী উপায়ে গঠিত হতে পারে
উত্তর: সম্পূরক ও বিধেয়ের প্রসারকের মধ্যে পার্থক্য: যে পদ বা পদসমষ্টি কতকগুলো ক্রিয়া পদের সঙ্গে যুক্ত হয়ে বাক্যের অর্থ সম্পূর্ণ করে তাকে বা তাদের সম্পূরক (Complement) বলে। যেমন:. সদস্যগণ করিমকে সভাপতি করেন । আকবরের পর জাহাঙ্গীর ভারতের সম্রাট হলেন । এখানে ‘সভাপতি’ ও ‘সম্রাট' সম্পূরক। অন্যদিকে, যে পদ বা পদসমূহ দ্বারা বিধেয়ের ক্রিয়া প্রসারিত হয় তাকে বা তাদের বিধেয়ের প্রসারক (Adjuncts to the Predicate) বলে। যেমন: 'ছাত্ররা সারিবদ্ধ হয়ে দাঁড়াল’– এ বাক্যে 'সারিবদ্ধ হয়ে' বিধেয়ের প্রসারক ।
উদ্দেশ্যের প্রসারক গঠন: নিচে উদ্দেশ্যের প্রসারক গঠনের উপায়গুলো নির্দেশিত হলো:
ক. বিশেষণ পদ যোগ করে— প্রথমে সাহসী ছেলেটি অন্যায়ের প্রতিবাদ "করল।
খ. সম্বন্ধ পদ যোগ করে— রহিমের ভাই সজীব একজন ডাক্তার ।
গ. সমকারক বিশেষ্য (Noun in Apposition) যোগ করে— ফিলিপের পুত্র আলেকজান্ডার ভারত আক্রমণ করেন ।
ঘ. অসমাপিকা ক্রিয়াযুক্ত বিশেষণস্থানীয় বাক্যাংশ যোগ করে— ইউরোপ দেশ থেকে ঘুরে আসা লোকটা আমাদের বাড়িতে এসেছে।
ঙ. বিশেষণ স্থানীয় বাক্যাংশ যোগ করে – যাঁর সমালোচনা করছেন, তিনিই এটা লিখেছেন ।
বিধেয়ের প্রসারক গঠন: নিচে বিধেয়ের প্রসারকের উদাহরণ দেওয়া হলো:
ক. ক্রিয়া-বিশেষণ যোগ করে— সাকিব ক্রিকেট ভালো খেলে ।
খ. অসমাপিকা ক্রিয়াযুক্ত ক্রিয়া-বিশেষণস্থানীয় বাক্যাংশ যোগ করে— সুশীল আমাকে দেখতে এসেছে।
গ. করণ কারক যোগ করে— ট্রাক্টর দিয়ে ভালো চাষাবাদ হয় ।
ঘ. অপাদান কারক যোগ করে— সে বিলাত থেকে এসেছে ।
ঙ. অধিকরণ কারক যোগ করে— লালবাগ কেল্লা ঢাকায় অবস্থিত।
আর্টিকেলের শেষকথাঃ সম্পূরক ও বিধেয়ের প্রসারকের পার্থক্য উদাহরণসহ লেখো
আমরা এতক্ষন জেনে নিলাম সম্পূরক ও বিধেয়ের প্রসারকের মধ্যে পার্থক্য কী? উদ্দেশ্য ও বিধেয়ের প্রসারক কী কী উপায়ে গঠিত হতে পারে টি। যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।