সমাস কাকে বলে বাংলা ভাষায় সমাসের প্রয়োজনীয়তা আলোচনা কর
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো সমাস কাকে বলে বাংলা ভাষায় সমাসের প্রয়োজনীয়তা আলোচনা কর জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের সমাস কাকে বলে বাংলা ভাষায় সমাসের প্রয়োজনীয়তা আলোচনা কর টি।
সমাস কাকে বলে বাংলা ভাষায় সমাসের প্রয়োজনীয়তা আলোচনা কর |
সমাস কাকে বলে বাংলা ভাষায় সমাসের প্রয়োজনীয়তা আলোচনা কর
উত্তর: পরস্পর অর্থসংগতিবিশিষ্ট দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়ার নাম সমাস। ‘সমাস' শব্দের অর্থ সংক্ষেপণ, মিলন, একাধিক পদের একপদীকরণ। বাক্যে শব্দের ব্যবহার সংক্ষেপ করার উদ্দেশ্যে সমাসের সৃষ্টি। সমাসের মাধ্যমে দুই বা ততোধিক পদের সমন্বয়ে নতুন অর্থবোধক শব্দ তৈরি হয় ।
সমাসের প্রয়োজনীয়তা: বাংলা ভাষায় শব্দ গঠনে সমাসের প্রয়োজনীয়তা অপরিহার্য। কেননা সমাস শব্দ তৈরি ও প্রয়োগের একটি বিশেষ রীতি এর মাধ্যমে দুই বা ততোধিক শব্দের সমন্বয়ে নতুন অর্থবোধক শব্দ সৃষ্টি হয়। এতে ভাষা সহজ ও সুন্দর হয় এবং খুব সংক্ষেপে আমরা মনের অভিব্যক্তি প্রকাশের সুযোগ পাই। ‘সমাস' শব্দের প্রকৃতিগত অর্থ সংক্ষেপণ । যেমন: 'সিংহ চিহ্নিত যে আসন' না বলে ‘সিংহাসন' বললে অর্থ ব্যঞ্জনাময় ও সংক্ষিপ্ত হয়ে নতুন রূপ ধারণ করে। সমাসের যথাযথ ব্যবহারের মাধ্যমে অল্প কথায় অধিকতর ভাব প্রকাশ করার ক্ষমতা আয়ত্ত হয়; ভাষা সুশৃঙ্খল, শ্রুতিমধুর ও প্রাঞ্জল হয়। নতুন নতুন শব্দ সৃষ্টির মাধ্যমে সমাস শব্দের ঐশ্বর্য বৃদ্ধি করে ভাষার প্রকাশ ক্ষমতা বাড়িয়ে দেয়। সাহিত্য নির্মাণের ক্ষেত্রে এবং পরিভাষা সৃষ্টিতে সমাস বিশেষ সহায়তা করে থাকে। তাই বাংলা ভাষায় সমাসের প্রয়োজনীয়তাকে অস্বীকার করার উপায় নেই ।
আর্টিকেলের শেষকথাঃ সমাস কাকে বলে বাংলা ভাষায় সমাসের প্রয়োজনীয়তা আলোচনা কর
আমরা এতক্ষন জেনে নিলাম সমাস কাকে বলে বাংলা ভাষায় সমাসের প্রয়োজনীয়তা আলোচনা কর টি। যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।