একটি বেসরকারি সাহায্য সংস্থায় উন্নয়ন কর্মী পদে চাকরির জন্য একটি আবেদনপত্র
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো একটি বেসরকারি সাহায্য সংস্থায় উন্নয়ন কর্মী পদে চাকরির জন্য একটি আবেদনপত্র জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের একটি বেসরকারি সাহায্য সংস্থায় উন্নয়ন কর্মী পদে চাকরির জন্য একটি আবেদনপত্র ।
বেসরকারি সাহায্য সংস্থায় উন্নয়ন কর্মী পদে চাকরির জন্য একটি আবেদনপত্র |
একটি বেসরকারি সাহায্য সংস্থায় উন্নয়ন কর্মী পদে চাকরির জন্য একটি আবেদনপত্র
উত্তর:
২৮ আগস্ট, ২০২২
বরাবর
ব্যবস্থাপনা পরিচালক, ব্র্যাক
৭৫, মহাখালী, ঢাকা ।
বিষয়: উন্নয়নকর্মী পদে চাকরির জন্য আবেদন ।
জনাব,
বিনীত নিবেদন এই যে, ২৫ জুলাই, ২০২২ তারিখে প্রকাশিত ‘দৈনিক প্রথম আলো' পত্রিকায় আপনার দেওয়া বিজ্ঞপ্তি মোতাবেক জানতে পারলাম, আপনার প্রতিষ্ঠানে কিছু সংখ্যক ‘উন্নয়নকর্মী' নিয়োগ করা হবে। আমি উক্ত পদের একজন প্রার্থী হিসেবে নিচে আমার জীবনবৃত্তান্তসহ শিক্ষাগত যোগ্যতার বিস্তারিত পেশ করলাম ।
১. নাম : শাহেদ হাসান
2. পিতার নাম : লুৎফর রহমান
3. মাতার নাম : সালমা খাতুন
4. বর্তমান ঠিকানা : ৩৫, দক্ষিণ গোড়ান, ঢাকা
৫. স্থায়ী ঠিকানা : গ্রাম + ডাক: করিমপুর, থানা: সিরাজগঞ্জ, জেলা: সিরাজগঞ্জ
৬. জন্ম তারিখ : ১৫ অক্টোবর, ১৯৯১
9. জাতীয়তা : বাংলাদেশি (জন্মসূত্রে)
৮. ধর্ম : “ ইসলাম
9. শিক্ষাগত যোগ্যতা :
পরীক্ষার নাম | পাসের সাল | গ্রুপ/বিভাগ | প্রাপ্ত জিপিএ/সিজিপিএ | বোর্ড/বিশ্ববিদ্যালয় |
---|---|---|---|---|
এসএসসি | ২০০৭ | বাণিজ্য | 4.40 | রাজশাহী |
এইচএসসি | ২০০৯ | বাণিজ্য | 4.40 | রাজশাহী |
বিএসএস | ২০১৩ | সমাজবিজ্ঞান | ৩.১০ | জাতীয় বিশ্ববিদ্যালয় |
১০. অভিজ্ঞতা : ‘আশা' এনজিওতে উন্নয়নকর্মী হিসেবে ৩ বছর কাজ করেছি।
১১. বৈবাহিক অবস্থা : অবিবাহিত
অতএব, মহোদয়ের নিকট আমার আকুল আবেদন এই যে, উপর্যুক্ত যোগ্যতা ও অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে উল্লিখিত পদে আমাকে নিয়োগদানে বাধিত করতে আপনার আজ্ঞা হয়।
নিবেদক
শাহেদ হাসান
সংযোজন:
১. সকল পরীক্ষার মূল সনদপত্রের সত্যায়িত ফটোকপি
২. সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি
৩. নাগরিকত্ব সনদের অনুলিপি
৪. ৫০০ টাকার ব্যাংক ড্রাফট
৫. অভিজ্ঞতার সনদপত্র
* [এখানে পদের নামসহ আবেদনকারী ও পত্র প্রাপকের ঠিকানা সংবলিত খাম আঁকতে হবে।
আর্টিকেলের শেষকথাঃ একটি বেসরকারি সাহায্য সংস্থায় উন্নয়ন কর্মী পদে চাকরির জন্য একটি আবেদনপত্র
আমরা এতক্ষন জেনে নিলাম একটি বেসরকারি সাহায্য সংস্থায় উন্নয়ন কর্মী পদে চাকরির জন্য একটি আবেদনপত্র টি। যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।