স্বাধীনতা স্পর্শমণি সারমর্ম
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো স্বাধীনতা স্পর্শমণি সারমর্ম জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের স্বাধীনতা স্পর্শমণি সারমর্ম ।
স্বাধীনতা স্পর্শমণি সারমর্ম |
স্বাধীনতা স্পর্শমণি সারমর্ম
স্বাধীনতা স্পর্শমণি সবাই ভালোবাসে,
সুখের আলো জ্বলে বুকে দুঃখের ছায়া নাশে ।
স্বাধীনতা সোনার কাঠি খোদার সুধা দান,
স্পর্শে তাহার নেচে উঠে শূন্য দেহে প্রাণ ।
মনুষ্যত্বের বান ডেকে যায় যাহার হৃদয়তলে,
বুক ফুলিয়ে দাঁড়ায় ভীরু স্বাধীনতার বলে ।
সারমর্ম: স্বাধীনতা মানুষের কাছে স্পর্শমণির মতোই পরম সম্পদ, কাঙ্ক্ষিত বস্তু। খোদার দান এ স্বাধীনতা মানবহৃদয়ের দুঃখ-যন্ত্রণা তিরোহিত করে সুখের সন্ধান দেয়, হৃদয়হীনের অন্তরে জাগিয়ে তোলে মনুষ্যত্ববোধ। স্বাধীনতা লাভ করে ভীরু ও দুর্বল বীরেরা মহিমা লাভ করে।
আর্টিকেলের শেষকথাঃ স্বাধীনতা স্পর্শমণি সারমর্ম
আমরা এতক্ষন জেনে নিলাম স্বাধীনতা স্পর্শমণি সারমর্ম টি। যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।