তোমার কলেজে রবীন্দ্রজয়ন্তী পালনের ঘটনাকে স্মরণীয় করে রাখতে একটি দিনলিপি রচনা করো
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো তোমার কলেজে রবীন্দ্রজয়ন্তী পালনের ঘটনাকে স্মরণীয় করে রাখতে একটি দিনলিপি রচনা করো জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের তোমার কলেজে রবীন্দ্রজয়ন্তী পালনের ঘটনাকে স্মরণীয় করে রাখতে একটি দিনলিপি রচনা করো টি।
তোমার কলেজে রবীন্দ্রজয়ন্তী পালনের ঘটনাকে স্মরণীয় করে রাখতে একটি দিনলিপি রচনা করো |
তোমার কলেজে রবীন্দ্রজয়ন্তী পালনের ঘটনাকে স্মরণীয় করে রাখতে একটি দিনলিপি রচনা করো
২৫ বৈশাখ, ১৪২৯
রবিবার
রাত ১০টা ১৮ মিনিট
কুমিল্লা
আজ খুব ভালো একটা দিন কাটালাম। স্মৃতির পাতায় আজকের দিনটি স্মরণীয় হয়ে থাকবে। আমার প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আজ জন্মদিন। আজ শহরের সাংস্কৃতিক সংগঠনগুলো বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্নভাবে রবীন্দ্রজয়ন্তী পালন করেছে। এসব অনুষ্ঠান ভিন্ন ভিন্ন সময়ে হওয়ায় আমি প্রায় প্রতিটি অনুষ্ঠানে যোগ দিতে পেরেছি। সন্ধ্যায় আমাদের কলেজে আয়োজিত হয় সেমিনার। সেই অনুষ্ঠানে শহরের রবীন্দ্রানুরাগীরা এসে বক্তৃতা দিলেন। এরপরে কবিতা পাঠের আসর হয়। আমি যেহেতু একজন রবীন্দ্রানুরাগী সেহেতু আমিও সে আসরে অংশগ্রহণ করলাম। তাঁর রচিত দুটি কবিতা পাঠ করলাম। রবীন্দ্রানুরাগীদের সামনে কবিতা পাঠ করতে পেরে আমার খুব ভালো লাগল। আরও ভালো লাগল যখন উপস্থিত দর্শকদের সবাই আমার কবিতা শোনার পর হাততালি দিচ্ছিলেন। এরপর শুরু হয় রবীন্দ্রসংগীতের অনুষ্ঠান। আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় অসাধারণ এক সংগীতানুষ্ঠানের সাক্ষী হলাম আমি। মোটকথা, আজকের সন্ধ্যাটা ছিল আমার জন্য বেশ উপভোগ্য।
আর্টিকেলের শেষকথাঃ তোমার কলেজে রবীন্দ্রজয়ন্তী পালনের ঘটনাকে স্মরণীয় করে রাখতে একটি দিনলিপি রচনা করো
আমরা এতক্ষন জেনে নিলাম তোমার কলেজে রবীন্দ্রজয়ন্তী পালনের ঘটনাকে স্মরণীয় করে রাখতে একটি দিনলিপি রচনা করো টি। যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।