ইংরেজি রিপোর্ট লেখার নিয়ম | রিপোর্ট রাইটিং লেখার নিয়ম (Report Writing)
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো ইংরেজি রিপোর্ট লেখার নিয়ম | রিপোর্ট রাইটিং লেখার নিয়ম জেনে নিবো। তোমরা যদি রিপোর্ট রাইটিং লেখার নিয়ম | রিপোর্ট রাইটিং বাংলা টি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের ইংরেজি রিপোর্ট লেখার নিয়ম | রিপোর্ট রাইটিং লেখার নিয়ম টি।
ইংরেজি রিপোর্ট লেখার নিয়ম | রিপোর্ট রাইটিং লেখার নিয়ম |
ইংরেজি রিপোর্ট লেখার নিয়ম | রিপোর্ট রাইটিং লেখার নিয়ম
Report writing is a type of composition. And a short composition is a kind of art. Report writing এক ধরনের composition. এক টুকরা বা ছোট আকারের লেখাকে composition বলা হয়।
Report writing যে সমস্ত বিষয়ের হতে পারে তা হলো ঃ
১. Incidents (কোন দৈবাৎ ঘটনা),
২. Events (কোন ঘটনা),
৩. Occasions (কোন উপলক্ষ্য)
8. Ceremonies (কোন অনুষ্ঠান),
৫. Festivals (কোন উৎসব)
ইহার ধরনঃ
১. ইহার আকৃতি একটি single paragraph এর সমান হবে।
২. ইহার ভাষা হবে সহজ এবং প্রাঞ্জল ।
৩. লেখক অবশ্যই নির্ভুলভাবে বিবৃতি প্রদান করবে প্রকৃত পক্ষে কি ঘটছে।
লেখার পদ্ধতিঃ
১. প্রথমে স্থানের নাম উল্লেখ করে একটি Colon (ঃ) ব্যবহার করতে হবে। যেমন-Dhakaঃ
২. দ্বিতীয়তঃ মাসের নাম এবং তারিখ দিতে হবে। যেমন- 25 August
৩. যে সংবাদ প্রেরণ করতে হবে তা লিখতে হবে।
৪. তুমি লিখবে যা তুমি শুনেছ (heard), যা তুমি দেখেছ (seen), যা করা হয়েছে (done).
৫. ঘটনা গুলো হবে সত্য।
Report এর বৈশিষ্ট্যঃ
১. Report Narration এর মত indirect speech এ লেখা হয় ।
.২. Report writing লেখার সময় একাধিক অনুচ্ছেদ লেখা হয় কিন্তু Paragraph এ শুধু একটি অনুচ্ছেদ থাকে ।
৩. তথ্য গুলোকে পরিকল্পনা মাফিক সাজিয়ে একটি outline তৈরি করতে হবে।
৪. Outline থেকে একটি main idea তৈরি করতে হবে।
Types of Report : রিপোর্ট বিভিন্ন রকমের হতে পারে।
1. Voluntary report : লেখকের ব্যক্তিগত ইচ্ছা ও অভিপ্রায় প্রাধান্য পায় ।
2. Authorized report : অন্যের অনুরোধে এটা তৈরি করা হয়।
3. Routine report : পত্রিকা, সাময়িকী, সংবাদপত্র ইত্যাদির জন্য নিয়মিত ভাবে লেখা হয় ।
4. Special report : কোন বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে এ রিপোর্ট তৈরি করা হয়।
5. Internal report : কোন ব্যক্তি বা সংস্থা নিজেদের ক্ষেত্রে এটা ব্যবহার করে থাকে।
6. External report : এটি কোন সংস্থার বাইরের লোকের কাছে পাঠানো হয়।
7. Informational report : কোন বিষয় কেন্দ্রিক report-কে Informational report বলা হয় ।
8. Analytical report : কোন কিছু অনুমোদন, সমাপ্ত এবং পুনরাবৃত্তি ইত্যাদি উদ্দেশ্যে যে report লেখা হয় তাকে Analytical report বলে।
এছাড়াও বিভিন্ন প্রকার রিপোর্ট রয়েছে।
1. News Report: কোন সংবাদ পত্র বা সাময়িকীতে প্রকাশ করার জন্য News report ব্যবহৃত হয়। সংবাদ পত্রে কয়েক ধরনের সংবাদ প্রতিবেদন বা report প্রকাশিত হয়। এগুলো হলঃ
* Hard news : জরুরী ঘটনা যা প্রকাশের অপেক্ষায় থাকতে পারে না।
* Soft news: যে সংবাদ প্রকাশের জন্য দেরী করা হয় প্রায়শঃ। এটি ধারাবাহিকভাবে লেখা হয়।
* Feature : কোন বিষয় নির্ভর বিশেষ প্রতিবেদন ।
* Personality profile : কোন ব্যক্তি বিশেষের সম্পর্কে তথ্য দেয়।
* Back grounder : এখানে অতিরিক্ত তথ্য দেয়া হয় যার সাথে মূল গল্পের মিল থাকে।
2. Business Report : ব্যবসায়িক রিপোর্ট। এ ধরনের রিপোর্ট দুভাগে বিভক্ত।
a) Informational (তথ্য মূলক) b) Analytical (বিশ্লেষণ মূলক
(3) Writing a book report: Book report-এ কোন বই পড়ার পরে সেই সম্পর্কে মতামত প্রদান করা হয়। পরিশেষে আমরা বলতে পারি একটি সংক্ষিপ্ত Report-এ নিমোক্ত বিষয়গুলো থাকা উচিৎ।
(i) Head Line (শিরোনাম)
(ii) Introduction (সূচনা) : এখানে report টির subject কে উপস্থাপন করা হয়।
(iii) Description বা Main body এখানে Topic sentence-এ যে বিষয়টি থাকে তার উৎকর্ষ সাধন করা হয়। (iv) Ending or conclusion (উপসংহার) এখানে report টির প্রধান উদ্দেশ্যের প্রতি জোর দেওয়া হয় ।
আর্টিকেলের শেষকথাঃ রিপোর্ট রাইটিং লেখার নিয়ম | রিপোর্ট রাইটিং বাংলা
আমরা এতক্ষন জেনে নিলাম রিপোর্ট রাইটিং লেখার নিয়ম | রিপোর্ট রাইটিং বাংলা টি। যদি তোমাদের আজকের এই রিপোর্ট রাইটিং লেখার নিয়ম | রিপোর্ট রাইটিং বাংলা টি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।