প্রসারক কাকে বলে | উদ্দেশ্য ও বিধেয়ের প্রসারক বলতে কী বোঝ
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো প্রসারক কাকে বলে | উদ্দেশ্য ও বিধেয়ের প্রসারক বলতে কী বোঝ জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের উদ্দেশ্য ও বিধেয় সম্প্রসারক কাকে বলে টি।
প্রসারক কাকে বলে উদ্দেশ্য ও বিধেয়ের প্রসারক বলতে কী বোঝ |
প্রসারক কী? উদ্দেশ্য ও বিধেয়ের প্রসারক বলতে কী বোঝ?
উত্তর: প্রসারক: যে পদ বা পদগুচ্ছ বাক্যের উদ্দেশ্য বা বিধেয় সম্পর্কে বাড়তি তথ্য দেয়, সে পদ বা পদগুচ্ছকে প্রসারক বলে ।
উদ্দেশ্যের প্রসারক: উদ্দেশ্যের প্রসারক হলো এমন পদ বা পদগুচ্ছ, যা বাক্যের উদ্দেশ্য পদ সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। যেমন:
ক. রাফি কাঁদছে
খ. সফির ভাই রাফি কাঁদছে
গ. সফির ভাই বিশিষ্ট কণ্ঠশিল্পী রাফি কাঁদছে
ঘ. মায়ের আদুরে ছেলে, রাফি, কাঁদছে।
এখানে খ, গ, ঘ বাক্যের যথাক্রমে ‘সফির ভাই’, ‘সফির ভাই বিশিষ্ট কণ্ঠশিল্পী’, ‘মায়ের আদুরে ছেলে' পদসমষ্টিগুলো উদ্দেশ্যের প্রসারক ।
বিধেয়ের প্রসারক: যে পদ বা পদগুচ্ছ বিধেয়কে প্রসারিত করে, সে পদ বা পদগুচ্ছকে বিধেয়ের প্রসারক বলে। যেমন:
ক. রাফি কাঁদছে
খ. রাফি চেঁচিয়ে কাঁদছে
গ. রাফি মিঠাইয়ের জন্য চেঁচিয়ে কাঁদছে
ঘ. রাফি মিঠাই খেতে পায়নি বলে চেঁচিয়ে কাঁদছে।
এখানে খ, গ, ঘ বাক্যের যথাক্রমে ‘চেঁচিয়ে’, ‘মিঠাইয়ের জন্য চেঁচিয়ে',' ‘মিঠাই খেতে পায়নি বলে চেঁচিয়ে' পদ বা পদগুচ্ছগুলো হলো বিধেয়ের প্রসারক ।
আর্টিকেলের শেষকথাঃ প্রসারক কাকে বলে | উদ্দেশ্য ও বিধেয়ের প্রসারক বলতে কী বোঝ
আমরা এতক্ষন জেনে নিলাম উদ্দেশ্য ও বিধেয় সম্প্রসারক উদাহরণ টি। যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।