পৃথিবীতে যাহার দিকে তাকাও সারাংশ
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো পৃথিবীতে যাহার দিকে তাকাও সারাংশ জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের পৃথিবীতে যাহার দিকে তাকাও সারাংশ ।
পৃথিবীতে যাহার দিকে তাকাও সারাংশ |
পৃথিবীতে যাহার দিকে তাকাও সারাংশ
পৃথিবীতে যাহার দিকে তাকাও, দেখিবে সে নিজের অবস্থায় অসন্তুষ্ট। দরিদ্র কিসে ধনী হবে সে চিন্তায় উদ্বিগ্ন, ধনী চোর- ডাকাতের ভয়ে ত্রস্ত । রাজা শত্রুর ভয়ে ভীত। এক কথায় পৃথিবীতে এমন কেহ নেই, যে পূর্ণ সুখে সুখী। অথচ কৌতুকের বিষয় এই, পৃথিবী ছেড়ে যেতেও কেহ প্রস্তুত নয়। মৃত্যুর নাম শুনলেই দেখি মানুষের মুখ শুকিয়ে যায়। মানুষ যতই দরিদ্র হোক, সপ্তাহের পর সপ্তাহ তাকে অনাহারে কাল কাটাতে হোক, পৃথিবীর কোনো আরাম যদি তার ভাগ্যে না থাকে তবু সে মৃত্যুকে চায় না। সে যদি কঠিন পীড়ায় পীড়িত হয়, শয্যা হতে উঠিবার শক্তিও না থাকে তবু সে মৃত্যুর প্রার্থী হবে না। কে না জানে যে, শত বছরের পরমায়ু থাকলেও তাকে এক দিন না এক দিন মরতে হবে।
সারাংশ: পৃথিবীতে কোনো মানুষই নিজ নিজ অবস্থায় সন্তুষ্ট নয়। সবাই কোনো না কোনো সমস্যায় জর্জরিত। কিন্তু এত সমস্যার পরও এই পৃথিবী ছেড়ে কেউ যেতে চায় না। অনিবার্য মৃত্যুকে সবাই ভুলে থাকতে চায় ।
আর্টিকেলের শেষকথাঃ পৃথিবীতে যাহার দিকে তাকাও সারাংশ
আমরা এতক্ষন জেনে নিলাম পৃথিবীতে যাহার দিকে তাকাও সারাংশ টি। যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।