প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদের জন্য আবেদন পত্র

আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদের জন্য আবেদন পত্র জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের সহকারী শিক্ষক পদের জন্য আবেদন পত্র ।

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদের জন্য আবেদন পত্র
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদের জন্য আবেদন পত্র

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদের জন্য আবেদন পত্র

উত্তর:

৩০ আগস্ট, ২০২২

বরাবর

মহাপরিচালক

প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর

ঢাকা ।

বিষয়: সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন ।

জনাব,

সবিনয় নিবেদন এই যে, গত ১৭ আগস্ট, ২০২২ ‘দৈনিক ইত্তেফাক' পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম যে, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের অধীনে সহকারী শিক্ষক পদে কিছু লোক নিয়োগ করা হবে। আমি উক্ত পদের একজন প্রার্থী হিসেবে আপনার সদয় বিবেচনার জন্য নিচে আমার জীবনবৃত্তান্ত তুলে ধরলাম ।

১. নাম : এমদাদুল হক

২. পিতার নাম : রিয়াজুল হক

৩. মাতার নাম : জমিলা খাতুন

৪. বর্তমান ঠিকানা : ৫৬০, পেয়ারাবাগান, বড় মগবাজার, ঢাকা

৫. স্থায়ী ঠিকানা : ৫৬০, পেয়ারাবাগান, বড় মগবাজার, ঢাকা

৬. জন্ম তারিখ : ২৩ মার্চ, ১৯৯৩

৭. জাতীয়তা : বাংলাদেশি (জন্মসূত্রে)

৮.  ধর্ম :'ইসলাম

৯. শিক্ষাগত যোগ্যতা: 

পরীক্ষার নামপাসের বছরপ্রাপ্ত জিপিএ/সিজিপিএবিভাগ/বিষয়বোর্ড/প্রতিষ্ঠান
এসএসসি২০০৮৫.00মানবিক বিভাগঢাকা বোর্ড
এইচএসসি২০১০৪.৫0মানবিক বিভাগঢাকা বোর্ড
বিএ (স্নাতক)২০১৪৩.২৫বাংলাচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
এমএ (স্নাতকোত্তর)২০১৫৩.00বাংলাচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

১০. অভিজ্ঞতা :

১ জানুয়ারি, ২০২১ থেকে আমি একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছি। অতএব, উপর্যুক্ত তথ্যাবলির ভিত্তিতে অনুগ্রহপূর্বক আমাকে উক্ত পদে নিয়োগের জন্য বিবেচনা করলে কৃতজ্ঞ থাকব ।

নিবেদক

এমদাদুল হক

সংযুক্তি:

১. দুই কপি পাসপোর্ট সাইজ ছবি

২. সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের অনুলিপি

৩. অভিজ্ঞতার সনদের অনুলিপি

৪. জাতীয় পরিচয়পত্রের অনুলিপি

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদের জন্য আবেদন পত্র

আর্টিকেলের শেষকথাঃ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদের জন্য আবেদন

আমরা এতক্ষন জেনে নিলাম শিক্ষক পদের জন্য দরখাস্ত লেখার নিয়ম  টি। যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ