পারিভাষিক শব্দ কাকে বলে | পরিভাষা নির্মাণের উপায় সম্পর্কে ধারণা দাও
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো পারিভাষিক শব্দ কাকে বলে | পরিভাষা নির্মাণের উপায় সম্পর্কে ধারণা দাও জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের পারিভাষিক শব্দ কাকে বলে | পরিভাষা নির্মাণের উপায় সম্পর্কে ধারণা দাও টি।
পারিভাষিক শব্দ কাকে বলে | পরিভাষা নির্মাণের উপায় সম্পর্কে ধারণা দাও |
পারিভাষিক শব্দ কাকে বলে | পরিভাষা নির্মাণের উপায় সম্পর্কে ধারণা দাও
উত্তর: এক ভাষার শব্দ অন্য ভাষায় যেভাবে পরিচিতি লাভ করে বা ভাবানুবাদ হয় তাকে পরিভাষা বা পারিভাষিক শব্দ বলে । যেমন— মাউস, ডিস্ক, সিডি, মনিটর ইত্যাদি হলো কম্পিউটারের পারিভাষিক শব্দ; পদ, সমাস, কারক, অনুসর্গ ইত্যাদি হলো ব্যাকরণের পারিভাষিক শব্দ ।
পরিভাষা নির্মাণের উপায়: ৪টি উপায় অবলম্বন করে পরিভাষা নির্মাণ করা যায় । এগুলো নিচে বর্ণিত হলো—
ক. পূর্বে ব্যবহৃত শব্দের সাথে শব্দাংশ জুড়ে। যেমন— Vice principal > উপাধ্যক্ষ ।
খ. পূর্বে ব্যবহৃত শব্দের অর্থ পরিবর্তনের মাধ্যমে। যেমন— ধ্বনি (শব্দ) > কিন্তু ইংরেজিতে Phoneme-এর পরিভাষা ।
গ. অন্যকোনো ভাষার শব্দ আত্তীকরণ করে । যেমন— নামাজ(ফারসি)- এর বাংলা নেই ।
ঘ. সরাসরি নতুন শব্দ নির্মাণ করে। যেমন— Cell phone > মুঠোফোন ।
আর্টিকেলের শেষকথাঃ পারিভাষিক শব্দ কাকে বলে | পরিভাষা নির্মাণের উপায় সম্পর্কে ধারণা দাও
আমরা এতক্ষন জেনে নিলাম পারিভাষিক শব্দ কাকে বলে | পরিভাষা নির্মাণের উপায় সম্পর্কে ধারণা দাও টি। যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।