অনেকের ধারণা এই যে সারাংশ
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো অনেকের ধারণা এই যে সারাংশ জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের অনেকের ধারণা এই যে সারাংশ ।
অনেকের ধারণা এই যে সারাংশ |
অনেকের ধারণা এই যে সারাংশ
অনেকের ধারণা এই যে, মহৎ ব্যক্তি শুধু উচ্চ বংশেই জন্মগ্রহণ করিয়া থাকেন; নিচকুলে মহত্ত্বের জন্ম হয় না। কিন্তু প্রকৃতির দিকে দৃষ্টিপাত করিলেই দেখা যায় যে, মানুষের ধারণা অতিশয় ভ্রমাত্মক । পদ্মফুল ফুলের রাজা । রূপ-গন্ধে সে অতুলনীয়। কিন্তু ইহার জন্ম হয় পানের অযোগ্য পানিভরা এঁদো পুকুরে। পক্ষান্তরে, বটবৃক্ষ বৃক্ষকুলের মধ্যে বিশেষ মর্যাদাসম্পন্ন বটে, অথচ বহু বৃক্ষের ফল আমরা আস্বাদন করি, এত খ্যাতনামা যে বটগাছ তাহার ফল আমাদের অখাদ্য । (জয়পুরহাট সরকারি মহিলা কলেজ, প্রস্তুতিমূলক পরীক্ষা ২২/
সারাংশ: উঁচু-নিচু তথা সমাজের যেকোনো স্তর থেকেই মহৎ ব্যক্তির আবির্ভাব ঘটতে পারে। তাই কর্মই পৃথিবীতে মানুষের সাফল্য অর্জনের চাবিকাঠি।
আর্টিকেলের শেষকথাঃ অনেকের ধারণা এই যে সারাংশ
আমরা এতক্ষন জেনে নিলাম অনেকের ধারণা এই যে সারাংশ টি। যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।