নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ভাবসম্প্রসারন
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো নদীর এপার কহে ছাড়িয়া নিশ্বাস ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস ভাবসম্প্রসারণ জেনে নিবো। তোমরা যদি নদীর এপার কহে ছাড়িয়া নিশ্বাস ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস টি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ভাব সম্প্রসারণ টি।
নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ভাবসম্প্রসারন |
নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ভাবসম্প্রসারন
মূলভাব: মানুষ কখনো নিজ অবস্থায় সন্তুষ্ট নয়। সে নিজেকে অপরের তুলনায় বঞ্চিত ও দুঃখী ভেবে নীরব অভিমানে পীড়িত হয়। কখনো অপরের মাঝে অধিকতর সুখের অস্তিত্ব কল্পনা করে সে দারুণ দগ্ধ হয় ।
সম্প্রসারিত ভাব: মানুষের আশা-আকাঙ্ক্ষা অন্তহীন । সেই তৃপ্তিহীন আশা- আকাঙ্ক্ষার পেছনে মানুষ নিরন্তর ধাবমান। মানুষের আশা-আকাঙ্ক্ষার যেমন শেষ নেই তার ছুটে চলারও তেমন অন্ত নেই। মানুষের আকাঙ্ক্ষা করার ক্ষমতা অসীম। কিন্তু তাকে বাস্তবায়ন করার ক্ষমতা সীমিত। তাই সে আশা-আকাঙ্ক্ষা করে প্রচুর, কিন্তু পায় অল্প। এটাই তার চিরন্তন অতৃপ্তির কারণ। তাই সে যা পায় তাতে তার চিত্তের ক্ষুধা মেটে না। সে চায় আরো, আরো অনেক বেশি। আসলে মানুষ যে কী চায় তা সে নিজেও জানে না। তাই সে অনাদি অনন্ত আকাঙ্ক্ষার অন্তহীন আকর্ষণে ঊর্ধ্বশ্বাসে এক দিগন্ত হতে অন্য দিগন্তে ধাবিত হয়। কিন্তু তার আকাঙ্ক্ষা তো কোনোদিনই পূর্ণ হওয়ার নয়। ফলে নৈরাশ্যের এক সূচিভেদ্য অন্ধকারে সে অবশেষে নিক্ষিপ্ত হয়। কবি তাই গভীর মনস্তাপে উচ্চারণ করেন— ‘যা চাই তা ভুল করে চাই, যা পাই তা চাই না।' এভাবে পার্থিব সুখের অন্বেষণে ক্লান্ত হয়ে মানুষ চিরকাল শুধু অসম্ভবের পদতলে মাথা কুটে মরে । নদীর এক পার থেকে অন্য পারের দৃশ্যাবলি যেমন সুন্দর মনে হয়, তেমনই মানুষও মনে করে অন্যেরা তার থেকে সুখে আছে। কিন্তু প্রকৃতপক্ষে পৃথিবীতে কেউই পরিপূর্ণভাবে সুখী নয়। কারণ আত্মসন্তুষ্টির | সজীব বৃত্তেই সকল সুখ অন্তর্নিহিত ।
মন্তব্য: মানুষকে সবসময় নিজস্ব যা কিছু আছে তা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। নিজের প্রতি আস্থাহীনতা, অসন্তুষ্টি মানুষকে দ্বন্দ্বময় জীবনের দিকে ধাবিত করে । আত্মসন্তুষ্টির পূর্বশর্ত নিজের প্রতি প্রগাঢ় আস্থাশীলতা।
আর্টিকেলের শেষকথাঃ নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ভাবসম্প্রসারন
আমরা এতক্ষন জেনে নিলাম নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ভাবসম্প্রসারন টি। যদি তোমাদের আজকের এই নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ভাবসম্প্রসারন টি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।