নীরব ভাষায় বৃক্ষ আমাদের সার্থকতার গান শোনায় সারাংশ
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো নীরব ভাষায় বৃক্ষ আমাদের সার্থকতার গান শোনায় সারাংশ জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের নীরব ভাষায় বৃক্ষ আমাদের সার্থকতার গান শোনায় সারাংশ ।
নীরব ভাষায় বৃক্ষ আমাদের সার্থকতার গান শোনায় সারাংশ |
নীরব ভাষায় বৃক্ষ আমাদের সার্থকতার গান শোনায় সারাংশ
নীরব ভাষায় বৃক্ষ আমাদের সার্থকতার গান গেয়ে শোনায় । অনুভূতির কান দিয়ে সে গান শুনতে হবে। তাহলে বুঝতে পারা যাবে জীবনের মানে বৃদ্ধি, ধর্মের মানেও তাই। প্রকৃতির যে ধর্ম মানুষেরও সে ধর্ম। পার্থক্য কেবল তরুলতা ও জীবজন্তুর বৃদ্ধির ওপর তাদের নিজেদের কোনো হাত নেই, মানুষের বৃদ্ধির ওপরে তার নিজের হাত রয়েছে। আর এখানেই মানুষের মর্যাদা। মানুষের বৃদ্ধি কেবল দৈহিক নয়, আত্মিকও। মানুষকে আত্মা সৃষ্টি করে নিতে হয়, তা তৈরি পাওয়া যায় না। সুখ-দুঃখ বেদনা উপলব্ধির ফলে অন্তরের যে পরিপক্বতা, তাই তো আত্মা ।
সারাংশ: প্রকৃতি ও মানুষের অভিন্ন ধর্মের নাম বৃদ্ধি। প্রকৃতির বৃদ্ধির ওপরে নিজস্ব কোনো হাত নেই কিন্তু মানুষের বৃদ্ধির ওপরে মানুষের নিজের হাত রয়েছে। প্রকৃত শিক্ষা ও ন্যায় বোধ অর্জনের মাধ্যমে মানুষকে আত্মিক বৃদ্ধি সাধন করতে হয় ।
আর্টিকেলের শেষকথাঃ নীরব ভাষায় বৃক্ষ আমাদের সার্থকতার গান শোনায় সারাংশ
আমরা এতক্ষন জেনে নিলাম নীরব ভাষায় বৃক্ষ আমাদের সার্থকতার গান শোনায় সারাংশ টি। যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।