৩ জুন পরিকল্পনা কি | মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কি
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো লর্ড মাউন্ট ব্যাটেন কে ছিলেন জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কি ।
৩ জুন পরিকল্পনা কি | মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কি |
৩ জুন পরিকল্পনা কি | মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কি
- মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কী
- অথবা, ৩ জুন পরিকল্পনা কী?
উত্তর : মাউন্ট ব্যাটেন পরিকল্পনা : ১৯৪৫ সালের মন্ত্রিমিশন পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর সমগ্র ভারতে সাম্প্রাদায়িক দাঙ্গা ও হাঙ্গামার সূত্রপাত হয়। মুসলিম লীগ ও কংগ্রেসের মধ্যে অবিশ্বাস, সন্দেহ ও মতানৈক্যের কারণে কেন্দ্রীয় মন্ত্রিসভা কার্যত অচল হয়ে পড়ে। এমতাবস্থায় ১৯৪৭ সালের ২২ মার্চ মাউন্ট ব্যাটেন ভারতের গভর্নর জেনারেল নিযুক্তি হন। নিযুক্ত হওয়ার পর তিনি ভারতে রাজনৈতিক সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করেন । তিনি ভারতের শাসনতান্ত্রিক সমস্যা সমাধানের জন্য ভারতের মুসলিম লীগ ও কংগ্রোসের নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা শুরু করেন। দুটি দল দু'ধরনের বক্তব্য পেশ করেন। মুসলিম লীগ ভারত বিভক্তির প্রস্তাব পেশ করে এবং কংগ্রেস অবিভক্ত ভারত প্রস্তাব পেশ করেন। কিন্তু ভারতে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা এমন চরম অবস্থানে পৌছেছিল যে, পূর্ব পরিস্থিতির ভয়াবহতা পর্যবেক্ষণ করে গান্ধীজি শেষ পর্যন্ত ভারত বিভক্তিতে সম্মতি জ্ঞাপন করে। ভারতের প্রধান দুটি রাজনৈতিক দল যখন প্রায় বিভক্তি নিয়ে ঐকমত্য। তখন বড় লাট মাউন্ট ব্যাটেন তার উপদেষ্টার সাথে পরামর্শক্রমে একটি শাসনতান্ত্রিক পরিকল্পনা প্রণয়ন করেন। এ পরিকল্পনায় ভারতে প্রদেশগুলোর হাতে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা প্রণয়ন করা হয় এবং প্রদেশগুলো ইচ্ছা করলে Conledoration গঠন করতে পারবে। পরিকল্পনায় পাঞ্জাব ও বাংলা বিভাগের প্রস্তাব করা হয়। ১৯৪৭ সালের ৩ জুন ব্রিটিশ সরকার এ পরিকল্পনা ঘোষণা করে এটিই মাউন্ট ব্যাটেন পরিকল্পনা ।
আর্টিকেলের শেষকথাঃ মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কাকে বলে
আমরা এতক্ষন জেনে নিলাম ৩ জুন পরিকল্পনা কী। যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।