কিসের হয় মর্যাদা সারাংশ | কীসে হয় মর্যাদা সারাংশ
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো কীসে হয় মর্যাদা সারাংশ জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের কীসে হয় মর্যাদা সারাংশ ।
![]() |
কীসে হয় মর্যাদা সারাংশ |
কিসের হয় মর্যাদা সারাংশ | কীসে হয় মর্যাদা সারাংশ
কীসে হয় মর্যাদা? দামি কাপড়.., গাড়ি, ঘোড়া ও ঠাকুরদাদার কালের উপাধিতে?... না— মর্যাদা এইসব জিনিসে নাই। আমি দেখতে চাই তোমার ভিতর, তোমার মাথা দিয়ে কুসুমের গন্ধ বেরোয় কি না। তোমায় দেখলে দাসদাসী দৌড়ে আসে। প্রজারা তোমায় দেখে সন্ত্রস্ত হয়, তুমি মানুষের ঘাড়ে চড়ে হাওয়া খাও, মানুষকে দিয়ে জুতা খোলাও, তুমি দিনের আলোতে মানুষের টাকা আত্মসাৎ করো । বাপ- মা-শ্বশুর-শাশুড়ি তোমায় আদর করেন। আমি তোমায় অবজ্ঞায় বলব- যাও।
সারাংশ: ধনসম্পদ আর প্রতাপ-প্রতিপত্তির প্রাচুর্যে ও আভিজাত্যে সমাজে মানুষের মর্যাদা বাড়ে না। দুশ্চরিত্র ও মিথ্যা আভিজাত্য আর অহমিকায় বিভোর ব্যক্তি অবজ্ঞার পাত্র ।
আর্টিকেলের শেষকথাঃ কীসে হয় মর্যাদা সারাংশ
আমরা এতক্ষন জেনে নিলাম কীসে হয় মর্যাদা সারাংশ টি। যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।