খণ্ডবাক্য কাকে বলে? খণ্ডবাক্য কত প্রকার ও কী কী? আলোচনা করো
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো খণ্ডবাক্য কাকে বলে? খণ্ডবাক্য কত প্রকার ও কী কী? আলোচনা করো জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের খণ্ডবাক্য কাকে বলে? খণ্ডবাক্য কয় শ্রেণির? উদাহরণ দাও টি।
খণ্ডবাক্য কাকে বলে খণ্ডবাক্য কত প্রকার ও কী কী |
খণ্ডবাক্য কাকে বলে? খণ্ডবাক্য কত প্রকার ও কী কী? আলোচনা করো
উত্তর: খণ্ডবাক্য: জটিল ও যৌগিক বাক্যের অন্তর্গত সম্পূর্ণ বাক্যের এক একটি অংশকে খণ্ডবাক্য (Clause) বলে । খণ্ডবাক্যের প্রকারভেদ: খণ্ডবাক্য দু প্রকার। যথা:
ক. প্রধান খণ্ডবাক্য,
খ. অধীন খণ্ডবাক্য ।
ক. প্রধান খণ্ডবাক্য (Principal Clause): যে খণ্ডবাক্য অন্য খণ্ডবাক্যের ওপর নির্ভরশীল নয়, তাকে প্রধান খণ্ডবাক্য বলে । উদাহরণ: এখানে যাঁরা এসেছেন, তাঁরা সবাই আমার আত্মীয় । এখানে ‘তাঁরা সবাই আমার আত্মীয়' বাক্যাংশটি প্রধান খণ্ডবাক্য।
খ. অধীন খণ্ডবাক্য (Subordinate Clause): যে খণ্ডবাক্য অপর খণ্ডবাক্যের বিশেষ্য, বিশেষণ বা ক্রিয়া-বিশেষণের মতো কাজ করে, তাকে অধীন খণ্ডবাক্য বলে ।
আর্টিকেলের শেষকথাঃ খণ্ডবাক্য কাকে বলে? খণ্ডবাক্য কত প্রকার ও কী কী? আলোচনা করো
আমরা এতক্ষন জেনে নিলাম খণ্ডবাক্য কাকে বলে? খণ্ডবাক্য কত প্রকার ও কী কী? আলোচনা করো টি। যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।