জীবন বৃক্ষের শাখায় সারাংশ
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো জীবন বৃক্ষের শাখায় সারাংশ জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের জীবন বৃক্ষের শাখায় সারাংশ ।
জীবন বৃক্ষের শাখায় সারাংশ |
জীবন বৃক্ষের শাখায় সারাংশ
জীবন বৃক্ষের শাখায় যে ফুল ফোটে তা-ই মনুষ্যত্ব। বৃক্ষের গোড়ায় জল ঢালতে হবে এই ফুলের দিকে লক্ষ রেখে। শুধু শুধু. মাটির রস টেনে গাছটা মোটা হয়ে উঠবে, এই ভেবে কোনো. মালী গাছের গোড়ায় জল ঢালে না। সমাজব্যবস্থাকেও ঠিক করতে হবে মানুষকে খাইয়ে-দাইয়ে মোটা করে তোলবার জন্য নয়, মানুষের অন্তরে মূল্যবোধ. তথা সৌন্দর্য, প্রেম ও আনন্দ সম্বন্ধে চেতনা জাগিয়ে তোলবার উদ্দেশে। যখন এই চেতনা মানুষের চিত্তে জাগে তখন এক আধ্যাত্মিক সুষমায় তার জীবন পরিপূর্ণ হয়ে ওঠে এবং তারই প্রতিফলনে সমস্ত জগৎ আলোময় হয়ে দেখা দেয়। ফলে মানুষ ইতর জীবনের গুরুভার থেকে মুক্তি পেয়ে নিজেকে. লঘুপক্ষ. প্রজাপতির. মতো হালকা মনে করে...।
সারাংশ: মানুষের জীবন তখনই সফল হয় যখন তার মধ্যে মনুষ্যত্বের জাগরণ ঘটে। সৌন্দর্য, প্রেম, আনন্দ প্রভৃতি যে সকল মূল্যবোধ মানুষের অন্তরে বিরাজমান, সেসবের জাগরণে তার জীবনে প্রশান্তি আসে ।
আর্টিকেলের শেষকথাঃ জীবন বৃক্ষের শাখায় সারাংশ
আমরা এতক্ষন জেনে নিলাম জীবন বৃক্ষের শাখায় সারাংশ টি। যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।