যাহা চাই তাহা ভুল করে চাই ভাবসম্প্রসারণ
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো যাহা চাই তাহা ভুল করে চাই ভাবসম্প্রসারণ জেনে নিবো। তোমরা যদি যাহা চাই তাহা ভুল করে চাই ভাবসম্প্রসারণ টি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের যাহা চাই তাহা ভুল করে চাই ভাবসম্প্রসারণ টি।
যাহা চাই তাহা ভুল করে চাই ভাবসম্প্রসারণ |
যাহা চাই তাহা ভুল করে চাই ভাবসম্প্রসারণ
মূলভাব: পার্থিব জগতে অন্তহীন চাওয়া-পাওয়া মানুষের। মানুষ তার কাম্যবস্তুর প্রাপ্তির দ্বারা কোনো সময়ই পূর্ণ পরিতৃপ্ত হয় না। বরং অপ্রাপ্ত বস্তুর প্রতিই থাকে তার অনন্ত আকাঙ্ক্ষা ।
সম্প্রসারিত ভাব: পৃথিবীতে নিরন্তর চাওয়া-পাওয়ার দ্বন্দ্ব মানুষের। পরিশ্রমের বিনিময়ে মানুষের জীবনে কিছু দুর্লভ বস্তুর প্রাপ্তি ঘটে। কিন্তু তাতে সে সন্তুষ্ট হয়ে বসে থাকে না। তার হৃদয়বৃন্তে নতুন নতুন চাহিদার স্ফুরণ ঘটে। সেই চাহিদা পূরণে সে দুর্নিবার ছুটে চলে। তার জীবনে চাওয়া আছে, পাওয়া আছে কিন্তু চাওয়া-পাওয়ার মাঝে সীমাবদ্ধতা নেই । তার চাওয়ার কোনো শেষ নেই। আসলে সে যে কী চায়, তা সে নিজেও জানে না। তাই মানুষ তার কাম্য বস্তুর প্রাপ্তির দ্বারা কোনো সময়ই সত্যিকার অর্থে পূর্ণ পরিতৃপ্ত নয়। সভ্যতার ঊষালগ্ন থেকেই মানুষ তার করায়ত্ত বস্তুকে তুচ্ছজ্ঞান করেছে, দুর্লভ বস্তুর জন্যে ব্যাকুল হয়েছে। এটি মানুষের চিরন্তন বৈশিষ্ট্য। যখনই দুর্লভ কিছু লাভ করেছে পরক্ষণেই আবার নতুন দুর্লভ কিছু প্রাপ্তির জন্যে সে ব্যগ্র হয়েছে। কিন্তু সে জানে না, তার এ চাওয়া-পাওয়ার পরিসমাপ্তি কোথায়। অফুরন্ত চাওয়ার বিপরীতে অবশেষে সে না পাওয়ার বেদনায় ক্ষতবিক্ষত হয় । কারণ অসীম চাওয়াকে অর্জন করা মানুষের পক্ষে কখনো সম্ভব নয়। তাই অহেতুক অপ্রাপ্তির যন্ত্রণায় সে হয় দগ্ধ। অথচ মানুষ যদি সীমিত চাওয়া-পাওয়ায় অভ্যস্ত হয় তবে খুব সহজেই না পাওয়ার দুঃখগুলো তিরোহিত করা সম্ভব এবং পাওয়ার আনন্দগুলো শতধারায় হয়ে উঠবে বিকশিত।
মন্তব্য: মানবহৃদয়ে পাওয়া না-পাওয়ার দ্বন্দ্ব চিরন্তন। এ 'অবিরাম ও অব্যাহত বিবর্তনশীল দ্বন্দ্বের কারণেই আজ বিকশিত মানুষের জীবন ।
আর্টিকেলের শেষকথাঃ যাহা চাই তাহা ভুল করে চাই ভাবসম্প্রসারণ
আমরা এতক্ষন জেনে নিলাম যাহা চাই তাহা ভুল করে চাই ভাবসম্প্রসারণ টি। যদি তোমাদের আজকের এই যাহা চাই তাহা ভুল করে চাই ভাবসম্প্রসারণ টি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।