বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা সারমর্ম
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা সারমর্ম জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা সারাংশ ।
বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা সারমর্ম |
বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা সারমর্ম
বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা,
বিপদে আমি না যেন করি ভয়।
দুঃখ-তাপে ব্যথিত চিতে নাই-বা দিলে সান্ত্বনা,
দুঃখ যেন করিতে পারি জয় ।
সহায় মোর না যদি জুটে, নিজের বল না যেন টুটে,
সংসারেতে ঘটিলে ক্ষতি, লভিলে শুধু বঞ্চনা
নিজের মনে না যেন মানি ক্ষয়।
সারমর্ম: বিধাতার কাছে বিপদ থেকে মুক্তির জন্য করুণা-ভিক্ষা নয়, প্রয়োজন বিপদ থেকে মুক্তির জন্য সংগ্রামশীলতা। সৃষ্টিকর্তা যেন মানুষকে সেই শক্তি দান করেন ।
আর্টিকেলের শেষকথাঃ সারমর্ম বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা
আমরা এতক্ষন জেনে নিলাম বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা সারমর্ম টি। যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।