কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে অফিসার পদে ব্যবস্থাপক পদে নিয়োগ লাভের জন্য একটি আবেদনপত্র
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে অফিসার পদে ব্যবস্থাপক পদে নিয়োগ লাভের জন্য একটি আবেদনপত্র জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে অফিসার পদে ব্যবস্থাপক পদে নিয়োগ লাভের জন্য একটি আবেদনপত্র ।
কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে 'বিপণন কর্মকর্তা' পদে নিয়োগ লাভের উদ্দেশ্যে আবেদন করো
উত্তর:
১৭ অক্টোবর, ২০২২ বরাবর
ব্যবস্থাপনা পরিচালক
প্রাণ-আরএফএল গ্রুপ লি মধ্য বাড্ডা, ঢাকা-১২১২।
বিষয়: বিপণন কর্মকর্তা পদে নিয়োগের জন্য আবেদন ।
জনাব,
সবিনয় নিবেদন এই যে, গত ৫ অক্টোবর, ২০২২ তারিখে ‘দৈনিক প্রথম আলো' পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম, আপনার প্রতিষ্ঠানে বিপণন কর্মকর্তা পদে কিছুসংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে। উক্ত পদের একজন প্রার্থী হিসেবে আমি আমার শিক্ষাগত যোগ্যতা ও প্রয়োজনীয় তথ্যাদি আপনার সদয় বিবেচনার জন্য উপস্থাপন করছি।
১. নাম : মো. রফিকুজ্জামান
২. পিতার নাম : মো. আবদুস সালাম
৩. মাতার নাম : আমিনা আক্তার
৪. বর্তমান ঠিকানা : রোড-৬৬, সড়ক-৩, ব্লক-বি, বাড্ডা, ঢাকা-১২১২
৫. স্থায়ী ঠিকানা : গ্রাম: গণ্ডামারা; ডাকঘর: গণ্ডামারা; থানা : হাইমচর; জেলা : চাঁদপুর
৬. জন্ম তারিখ : ৩ মে, ১৯৯৩ খ্রি.
৭. জাতীয়তা : বাংলাদেশি (জন্মসূত্রে)
৮. ধর্ম : ইসলাম
৯. বৈবাহিক অবস্থা : অবিবাহিত
১০. শিক্ষাগত যোগ্যতা :
পরীক্ষার নাম | বিভাগ/ বিষয় | প্রাপ্ত জিপিএ/সিজিপিএ | পাসের বছর | বোর্ড/বিশ্ববিদ্যালয় |
---|---|---|---|---|
এসএসসি | বিজ্ঞান | ৪.০০ (৫-এর মধ্যে) | ২০০৮ | কুমিল্লা বোর্ড |
এইচএসসি | বিজ্ঞান | ৪.৪০ (৫-এর মধ্যে ) | ২০১০ | কুমিল্লা বোর্ড |
বিএসএস | সমাজবিজ্ঞান | ৩.১২ (৪-এর মধ্যে) | ২০১৪ | ঢাকা বিশ্ববিদ্যালয় |
এমএসএস | সমাজবিজ্ঞান | ৩.২১ (৪-এর মধ্যে) | ২০১৫ | ঢাকা বিশ্ববিদ্যালয় |
১১. অভিজ্ঞতা : বিপণন কর্মকর্তা হিসেবে তিন বছর কাজের অভিজ্ঞতা।
অতএব, বিনীত প্রার্থনা, উল্লিখিত তথ্যাদির ভিত্তিতে আপনার প্রতিষ্ঠানে আমাকে বিপণন কর্মকর্তা পদে নিয়োগ দেওয়ার জন্য আপনার সদয় দৃষ্টি কামনা করছি।
নিবেদক
মো. রফিকুজ্জামান
সংযুক্তি:
১. সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের অনুলিপি
২. জাতীয় পরিচয়পত্রের অনুলিপি
৩. অভিজ্ঞতার সনদের অনুলিপি
৪. দুই কপি পাসপোর্ট সাইজের ছবি
* [এখানে পদের নামসহ আবেদনকারী প্রাপকের ঠিকানা সংবলিত খাম আঁকতে হবে।]
আর্টিকেলের শেষকথাঃ কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে অফিসার পদে ব্যবস্থাপক পদে নিয়োগ লাভের জন্য একটি আবেদনপত্র
আমরা এতক্ষন জেনে নিলাম কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে অফিসার পদে ব্যবস্থাপক পদে নিয়োগ লাভের জন্য একটি আবেদনপত্র টি। যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।