বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ বোর্ড প্রশ্ন
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ বোর্ড প্রশ্ন জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ বোর্ড প্রশ্ন টি।
বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ বোর্ড প্রশ্ন |
বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ বোর্ড প্রশ্ন
০১. এখন হেমন্তকাল, মুষলধারে মেঘ হচ্ছে। আজ ক্লাসে যেতে হবে না, তাই বাবুল আনন্দ চিত্তে কাঁথামুড়ি দিয়ে শুয়ে আছে। বাবুলের মা চিতই পিঠা বানিয়ে তাহাকে খেতে ডাকলেন । (ঢা. বো. ১৯/
উত্তর: এখন বর্ষাকাল, মুষলধারে বৃষ্টি হচ্ছে। আজ স্কুলে যেতে হবে না, তাই বাবুল আনন্দে কাঁথামুড়ি দিয়ে শুয়ে আছে। বাবুলের মা চিতই পিঠা বানিয়ে তাকে খেতে ডাকলেন ।
০২. আমাদের বঙ্গভূমি সুজলা, সুফলা, শস্য শ্যামলা,— তবু চাষার উদরে অন্ন নাই কেন? ইহার উত্তর শ্রদ্ধাশীল রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছেন, “ধান তার বসুন্ধরা যার।” তাই তো, অভাগা চাষাবৃন্দ কে? সে কেবলমাত্র “ক্ষেতে ক্ষেতে পুইড়া মরিবে” হাল বহন করিবে আর পাট উৎপন্ন করিবে। তাহা হইলে চাষার ঘরে যে “মোরাই-ভরা ধান ছিল, গোয়াল ভরা গরু ছিল, উঠান ভরা মুরগি ছিল,” একথার অর্থ কী? রা. বো. ১৯/
উত্তর: আমাদের বাংলাদেশ সুজলা, সুফলা, শস্য-শ্যামলা’– তবু চাষার পেটে ভাত নেই কেন? এর উত্তর শ্রদ্ধেয় রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছেন, “ধান তার বসুন্ধরা যার।” তাই তো অভাগা চাষা কে? সে কেবল ক্ষেতে ক্ষেতে পুড়ে মরবে, হাল বাইবে আর পাট উৎপাদন করবে। তাহলে চাষার ঘরে যে “মোরাই-ভরা ধান, গোয়াল ভরা গরু, উঠান ভরা মুরগি ছিল” এ কথার অর্থ কী?
০৩. বিদ্বান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠ। একথা প্রমাণ হয়েছে। জীবনে সার্থকতা লাভ করতে হলে পাঠে মনোযোগী হতে হয়। দূরাবস্থা আকাঙ্ক্ষার অন্তরায়। দৈন্যতা ভালো নয় । [দি. বো. ১৯/
উত্তর: বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর— এ কথা প্রমাণিত হয়েছে। জীবনে সার্থকতা লাভ করতে হলে পাঠে মনোযোগী হতে হয়। দুরবস্থা আকাঙ্ক্ষার অন্তরায়। দীনতা ভালো নয় ।
০৪. বিদ্বানজনেরা সাধারণত সংস্কৃতিপ্রিয়। সৌহার্দতা আমাদের বাঙালি সংস্কৃতির প্রাণ। কিন্তু দিন দিন তা ম্লান হওয়ায় আমরা সশঙ্কিত। তবুও নিরাশায় ডুবে থাকলে চলবে না। এ ক্ষেত্রে যে কোনো শুভ উদ্যোগকে জানাই সুস্বাগত। কু. বো. ১৯/
উত্তর: বিদ্বজ্জনেরা সাধারণত সংস্কৃতিপ্রিয় হন। সৌহার্দ আমাদের বাঙালি সংস্কৃতির প্রাণ। কিন্তু দিন দিন তা ম্লান হওয়ায় আমরা শঙ্কিত । তবুও হতাশায় ডুবে থাকলে চলবে না । এক্ষেত্রে যেকোনো শুভ উদ্যোগকে জানাই স্বাগত ।
৫. আজিকাল বানানের ব্যাপারে সকল ছাত্ররাই অমনোযোগি। বানান শুদ্ধতম করে লেখার ব্যাপারে তাহারা তো সচেষ্টিত নয়ই বরং অবস্থাদৃষ্টিতে মনে হয়, তাহারা যেন ভুল করিবার প্রতিযোগিতায় অবর্তিণ হয়েছে । (চ. বো. ১৯/
উত্তর: আজকাল বানানের ব্যাপারে সব ছাত্রই অমনোযোগী। বানান শুদ্ধ করে লেখার ব্যাপারে তারা তো সচেষ্ট নয়ই, বরং অবস্থা দেখে মনে হয় তারা যেন ভুল করার প্রতিযোগিতায় নেমেছে।
৬. রাত জেগে ফেইসবুক দেখে অনেক ছাত্ররা নিজেদের শরীরের ক্ষতি করেছে। এতে তারা যেমন মানসিক দৌর্বল্যতায় ভুগছে তেমনি পড়াশুনায় হচ্ছে অমনোযোগি। তাছাড়া আবশ্যকীয় প্রস্তুতির অভাবে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে না পেরে অনেকে চোখে সর্ষে পুষ্প দেখে । সি. বো. ১৭: য. বো. ১৯/
উত্তর: রাত জেগে ফেসবুক ব্যবহার করে অনেক ছাত্র নিজেদের শরীরের ক্ষতি করছে।' এতে তারা যেমন মানসিক দুর্বলতায় ভুগছে, তেমনি পড়াশোনায় হচ্ছে অমনোযোগী। তাছাড়া আবশ্যক প্রস্তুতির অভাবে কাঙ্ক্ষিত ফল অর্জন করতে না পেরে অনেকে চোখে শর্ষে ফুল দেখছে ।
৭. সেদিন স্যার রাগিয়া বললেন, “তোমরা এস.এস.সি পাস করিলে কিভাবে? মণিষি, সমিচীন, লবন, আকাংখা, শান্তনা, বিদ্যান, সংস্কৃতিবান ইত্যাদি বানান পর্যন্ত ভুল করছ। এজন্য তোমাদের অনুতপ্ত হওয়া উচিত। 4. বো. ১৯/
উত্তর: সেদিন স্যার রেগে বললেন, “তোমরা এস.এস.সি পাস করলে কীভাবে? মনীষী, সমীচীন, লবণ, আকাঙ্ক্ষা, সান্ত্বনা, বিদ্বান, সংস্কৃতিমান ইত্যাদি বানান পর্যন্ত ভুল করেছ। এজন্য তোমাদের অনুতাপ হওয়া উচিত।”
৮. জামিল সাহেব স্বপরিবারে ছুটি কাটাতে চলেছেন। এবার তাঁর যাত্রা কক্সবাজারের সমুদ্র সৈকত। কিন্তু ট্রেনে কিছু যাত্রীর সৌজন্যতাহীন আচরণে তিনি বেশ বিরক্ত হলেন। শিক্ষাসফরের যাত্রীরা অসুরে গলায় সুরদেবীর আরাধনা করছে। তবে তাঁর বিরিক্তবোধ প্রকাশ পাওয়া মাত্রই তারা নিজেদের ভুল বুঝতে পারে । ( সকল বোর্ড ২০১৮/
উত্তর: জামিল সাহেব সপরিবারে ছুটি কাটাতে চলেছেন। এবার তাঁদের যাত্রা কক্সবাজারের সমুদ্রসৈকত। কিন্তু ট্রেনে কিছু যাত্রীর অসৌজন্য আচরণে তিনি বড় বিরক্ত হলেন। শিক্ষাসফরের যাত্রীরা বেসুরো গলায় সুরদেবীর আরাধনা করছে। তবে তাঁর বিরক্তি প্রকাশ পাওয়া মাত্রই তারা নিজেদের ভুল বুঝতে পারে ।
৯. মাননীয় রাষ্ট্রপতি আসছে আগামীকাল সন্ধ্যা ৮ ঘটিকার সময় সমগ্ৰ জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন । আমাদের বন্ধুমহলের সকলের মধ্যে কিন্তু সাজ সাজ উত্তেজনা শুরু হলো । রা. বো. ১৭/
উত্তর: মহামান্য রাষ্ট্রপতি আগামীকাল রাত ৮ ঘটিকায় জাতির উদ্দেশে ভাষণ দিবেন । আমাদের বন্ধুমহলের মধ্যে সাজ সাজ রব শুরু হলো ।
১০. বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর। জীবনে স্বার্থকথা লাভ করিতে হইলে পাঠে মনোযোগি হতে হইবে। দূরাবস্থা আকাঙ্খার অন্তরায়। দৈন্যতা প্রশংসনীয় নয়। এটি লজ্জাস্কর ব্যাপার। [দি. বো, ১৭, সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ; নোয়াখালী সরকারী মহিলা কলেজ, প্রস্তুতিমূলক পরীক্ষা ২২/
উত্তর: বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর। জীবনে সার্থকতা লাভ করতে হলে পাঠে মনোযোগী হতে হবে। দুরবস্থা আকাঙ্ক্ষার অন্তরায়। দৈন্য প্রশংসনীয় নয় । এটি লজ্জাকর ব্যাপার ।
১১. কিছুক্ষণ পর মিজান বলল, এটি লজ্জাস্কর ব্যাপার; আমরা থাকতে মেয়েরা গাছে উল্লম্ফন করবে এটি সঠিক নয়। এই বলে মিজান একটি বৃক্ষ বেয়ে ওপরে উঠল। অন্যরা তা দেখে গৌরবান্বিত বোধ করলো । ক. বো. ১৭/
উত্তর: কিছুক্ষণ পর মিজান বলল, “এটি লজ্জার ব্যাপার; আমরা থাকতে মেয়েরা গাছে উঠবে— এটা ঠিক নয়।” এই বলে মিজান একটি গাছ বেয়ে ওপরে ওঠল । অন্যরা তা দেখে গৌরববোধ করল।
১২. ইদানীংকালে ইংরেজি ধাচে বাংলা বলার অপচেষ্টা দেখা যাচ্ছে। বিশ্বে বাংলা ভাষা ভাষীর সংখ্যা প্রায় পঁচিশ কোটি। এমন লজ্জাস্কর ব্যাপার কখনো দেখি নাই। ভাষা-আন্দোলন চলাকালীন সময়ে বাংলার প্রধান প্রতিপক্ষ ছিল উর্দু। হয়তো আসছে আগামীতে বাংলার প্রতিপক্ষ হবে হিন্দিতে ।
(ঢা. বো. ১৭, চ, বো, ১৭/
উত্তর: ইদানীং ইংরেজি ধাঁচে বাংলা বলার অপচেষ্টা দেখা যাচ্ছে। বিশ্বে বাংলাভাষীর সংখ্যা প্রায় পঁচিশ কোটি। এমন লজ্জাকর ব্যাপার কখনো দেখিনি। ভাষা-আন্দোলনের সময় বাংলা ভাষার প্রধান প্রতিপক্ষ ছিল উর্দু। হয়তো আগামীতে বাংলা ভাষার প্রতিপক্ষ হবে হিন্দি ।
১৩. বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর। এ কথা প্রমাণ হয়েছে। জীবনে সার্থকতা লাভ করতে হইলে পাঠে মনোযোগি হইতে হয় । দূরবস্থা আকাঙ্ক্ষার অন্তরায় । দৈন্যতা ভালো নয় । [ব. বো. ১৬/
উত্তর: বিদ্বান মূর্খ অপেক্ষা। এ কথা প্রমাণিত হয়েছে। জীবনে সার্থকতা লাভ করতে হলে পাঠে মনোযোগী হতে হয়। দুরবস্থা আকাঙ্ক্ষার অন্তরায় । দৈন্য ভালো নয় ।
১৪. নিরব ভাষায় বৃক্ষ আমাদের সার্থকের গান শোনায়। অনুভূতির কান দ্বারা সে গান শুনিতে হবে। তাহলে বুঝতে পারা যাবে জীবনের মানে বৃদ্ধি, ধম্মের মানেও তাই। (ব. বো. ১৭; য. বো. ১৬: য. বো. ১৬ ব. বো. ১৭; মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, ঢাকা; শহীদ পুলিশ স্মৃতি কলেজ, মিরপুর, প্রস্তুতিমূলক পরীক্ষা 22/
উত্তর: নীরব ভাষায় বৃক্ষ আমাদের সার্থকতার গান শোনায়। অনুভূতির কান দিয়ে সে গান শুনতে হবে। তাহলে বোঝা যাবে জীবনের মানে বৃদ্ধি, ধর্মের মানেও তাই।
ক. বো. ১৬/
১৫. নিজ ব্যক্তিত্বের বৈচিত্র্যতা দেখাতে সে সর্বদা সচেষ্ট। এ লক্ষ্যে বিনা প্রয়োজনে মিটিং চলাকালীন সময়েও সে যখন-তখন দাঁড়িয়ে পড়ে। কেউ তার সমালোচনা করলে সে অপমানিতবোধ করে। সে কখনো নিজের দৈন্যতা বুঝতেই পারে না। তাই নিজ অহংকারবোধ নিয়েই সে চলতে থাকে ।
উত্তর: নিজ ব্যক্তিত্বের বৈচিত্র্য দেখাতে সে সর্বদা সচেষ্ট। এ লক্ষ্যে বিনা প্রয়োজনে মিটিং চলাকালীনও সে যখন-তখন দাঁড়িয়ে পড়ে। কেউ তার সমালোচনা করলে সে অপমানিত বোধ করে । সে কখনো নিজের দীনতা বুঝতেই পারে না । তাই নিজ অহংবোধ নিয়েই সে চলতে থাকে ।
১৬. আসছে আগামীকাল 'ক' কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। প্রত্যেক শিক্ষকগণ উপস্থিত থাকবেন। খবরটি শুনে রিপা আশ্চর্য হল । সে প্রতিযোগীতায় অংশগ্রহণ করবে। তার আবৃত্তিতে মাধুর্যতা আছে । /সি. বো. ১৬/
উত্তর: আগামীকাল ‘ক’ কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। প্রত্যেক শিক্ষক উপস্থিত থাকবেন। খবরটি শুনে রিপা আশ্চর্যান্বিত হলো। সে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। তার আবৃত্তিতে মাধুর্য আছে ।
১৭. আজিকাল বানানের ব্যাপারে সকল ছাত্ররাই অমনযোগী। বানান শুদ্ধতম করে লিখার ব্যাপারে তাহারা ত সচেষ্টিত নয়ই বরং অবস্থাদৃষ্টে মনে হয় তাহারা যেন সর্বদাই ভুল করার প্রতিযোগিতায় নেমেছে। তা যথার্থই লজ্জার ব্যাপার । ভাষার শিক্ষা বহুলাংশে বানানের মাধ্যমেই সিদ্ধ হয়। অতএব বানানের শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ । দি. বো. ১৬/
উত্তর: আজকাল বানানের ব্যাপারে সকল ছাত্রই অমনোযোগী । বানান শুদ্ধ করে লেখার ব্যাপারে তারা তো সচেষ্ট নয়ই বরং অবস্থাদৃষ্টে মনে হয়, তারা যেন সব সময় ভুল করার প্রতিযোগিতায় নেমেছে । তা যথার্থ লজ্জার ব্যাপার । ভাষা শিক্ষা বহুলাংশে বানানের মাধ্যমেই সিদ্ধ হয় । অতএব, বানান শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ ।
১৮. দারিদ্র্যতা আজ আর বাংলাদেশের প্রধান সমস্যা নয়। আমাদের দেশ এখন সমৃদ্ধশালী। কেবলমাত্র দুর্নীতিই আমাদের পেছনে টানে। এ থেকে মুক্তির পাশাপাশি জাতীয় জীবনের সর্বক্ষেত্রে কৃচ্ছতা সাধন প্রয়োজন । প্রয়োজন দলমত নির্বিশেষ সখ্যতাও।
(ঢা. বো. ১৬/
উত্তর: দারিদ্র্য আজ আর বাংলাদেশের প্রধান সমস্যা নয় । আমাদের দেশ এখন সমৃদ্ধিশালী। কেবল দুর্নীতিই আমাদের পেছনে টানে। এ থেকে মুক্তির পাশাপাশি জাতীয় জীবনের সর্বক্ষেত্রে কৃচ্ছ্র সাধন প্রয়োজন; প্রয়োজন দলমত নির্বিশেষ সখ্যও।
১৯. এইবার স্যার আমাদের উপর রাগিয়া গিয়াছেন। সেদিন বল্লেন, ‘তোমরা ম্যাট্রিক পাস করিয়া আসিলে কি করে? মুহূর্তে, মনীষি, দন্দ, বেবধান, নুপুর, বানিজ্য ইত্যাদি বানান পর্যন্ত ভুল কর। মনে রেখো এই সমস্ত ভুলের জন্য তোমাদের মাফ করা হবে না। /রা. বো. ১৬/
উত্তর: এবার স্যার আমাদের ওপর রেগে গেছেন। সেদিন বললেন, “তোমরা ম্যাট্রিক পাস করে এলে কীভাবে? মুহূর্ত, মনীষী, দ্বন্দ্ব, ব্যবধান, নূপুর, বাণিজ্য ইত্যাদি বানান পর্যন্ত ভুল করো। মনে রেখো এসব ভুলের জন্য তোমাদের মাফ করা হবে না।”
২০. আজকাল বানানের ব্যাপারে সকল ছাত্ররাই অমনোযোগী। বানান শুদ্ধ করে লেখার জন্য তাহারা ত সচেষ্টিত নহেই, বরং অবস্থাদৃষ্টে মনে হয়, তাহারা সবাই ভুল করার প্রতিযোগিতায় নেমেছে। চি. বো. ১৬/
উত্তর: আজকাল 'বানানের ব্যাপারে সকল ছাত্রই অমনোযোগী। বানান শুদ্ধ করে লেখার জন্য তারা তো সচেষ্ট নয়ই বরং অবস্থা দেখে মনে হয় তারা যেন ভুল করার প্রতিযোগিতায় নেমেছে।
২১. আসছে আগামীকাল কলেজ বন্ধ থাকবে। আজকাল অবশ্য ছাত্রদের মধ্যে অনুপস্থিতের সংখ্যা কম। সকল ছাত্রদের অবগতির জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সুশিক্ষিত ব্যক্তিমাত্রেই সশিক্ষিত। কলেজ অধ্যক্ষ জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বক্তব্য করবেন ।
উত্তর: আগামীকাল কলেজ বন্ধ থাকবে। ইদানীং ছাত্রদের মধ্যে অনুপস্থিতির সংখ্যা কম। ছাত্রদের অবগতির জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। অধ্যক্ষ জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন ।
২২. ইদানিংকালে ইংরেজি ধাঁচে বাংলা বলার অপচেষ্টা দেখা যাচ্ছে। বিশ্বে বাংলাভাষা ভাষীর সংখ্যা প্রায় পঁচিশ কোটি । শুধুমাত্র গায়ের জোরে কাজ হয় না। পরীক্ষা চলাকালীন সময়ে শিক্ষার্থীরা অনেক বেশি অমনোযোগী থাকে বলে বানান ভুল করে। সরকারি পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সর্বস্তরে বাংলা ভাষা চালু করতে হবে। (সি. বো. ১৯; ঢা. বো. ১৭/
উত্তর: ইদানীং ইংরেজি ধাঁচে বাংলা বলার অপচেষ্টা দেখা যাচ্ছে । বিশ্বে বাংলাভাষীর সংখ্যা প্রায় পঁচিশ কোটি। শুধু গায়ের জোরে কাজ হয় না। পরীক্ষা চলাকালীন শিক্ষার্থীরা অনেক বেশি অমনোযোগী থাকে বলে বানান ভুল করে। সরকারি পর্যায়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে, সর্বস্তরে বাংলা ভাষা চালু করতে হবে ।
২৩. শামীম শশির ভাতুষ্পুত্র। তার বাহু দুটি আজানু পর্যন্ত লম্বিত। গতকাল সড়ক দুর্ঘটনায় আহত হয় সে। উন্নত চিকিৎসা ও সেবা শুশ্রুসার জন্য সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। - চিকিৎসা চলাকালীন সময়ে হাসপাতালের এক ডাক্তার তাকে অনেক সুপরামর্শ দেন। (সরকারি বেগম রোকেয়া কলেজ, রংপুর, প্রস্তুতিমূলক পরীক্ষা 22/
উত্তর: শামীম শশির ভ্রাতুষ্পুত্র। তার বাহু দুটি আজানু লম্বিত। গতকাল সে সড়ক দুর্ঘটনায় আহত হয়। উন্নত চিকিৎসা ও শুশ্রুষার জন্যে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসা চলাকালীন এক ডাক্তার তাকে অনেক সুপরামর্শ দেন ।
২৪. আসছে আগামীকাল রাজশাহী কলেজে সংস্কৃতি সন্ধ্যা অনুষ্ঠিত হবে । প্রত্যেক শিক্ষকবৃন্দ উপস্থিতি থাকবে। খবরটি শুনে শিবলী আশ্চর্য হলো । সে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। তার আবৃত্বিতে মাধুর্যতা আছে। /বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, প্রস্তুতিমূলক পরীক্ষা ২২/
উত্তর: আগামীকাল রাজশাহী কলেজে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে। প্রত্যেক শিক্ষক উপস্থিত থাকবেন। খবরটি শুনে শিবলী আশ্চার্যান্বিত হলো । সে অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। তার আবৃত্তিতে মাধুৰ্য আছে ।
২৫. বিদ্যুৎকে মানুষ লোহার তার দিয়া বাঁধিয়াছে, কিন্তু কে জানিত মানুষ শব্দকে নিসশব্দের মধ্যে বাঁধিতে পারিবে! কে জানিত সংগীতকে, হৃদয়ের আশাকে, জাগ্রত আত্মার আনন্দধ্বনিকে, আকাশের দৈববানিকে সে কাগজে মুরিয়া রাখিবে! কে জানিত মানুষ অতিতকে বর্তমান বন্দী করিবে। অতলস্পর্শ কালসমুদ্রের উপর কেবল এক-একখানি বই দিয়া সাকো বাঁধিয়া দিবে। /সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া, প্রস্তুতিমূলক পরীক্ষা 22/
উত্তর: নিঃশব্দের; দৈববাণীকে; অতীতকে; কাল-সমুদ্রের; সাঁকের ।
২৬. অরুণ সুবুদ্ধিমান ছেলে। কিন্তু সংসারে দৈন্যতায় সে পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না। উদয়াস্থ পর্যন্ত পরিশ্রম করে। তবু দারিদ্রতা দূর হয় না। আকন্ঠ পর্যন্ত ভোজন সে কখনও করতে পারিনি । (ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম প্রস্তুতিমূলক পরীক্ষা ২২/
উত্তর: অরুণ বুদ্ধিমান ছেলে। কিন্তু সংসারের দীনতায় সে পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না। উদয়াস্থ পরিশ্রম করে, তবু দারিদ্র্য দূর হয় না । আকণ্ঠ ভোজন সে কখনো করতে পারেনি
২৭. পিতামাতাহীন সবুজের লেখাপড়ায় তাহার কোন মনযোগ নাই। সে পূর্বাহ্নে গল্প করতে বসে মধ্যাহ্ণ কাটিয়ে অপরাহ্ণে ছারিয়ে যায়। তার চাচা তাকে উপদেশ দেয়, 'বাড়িতে বসে এভাবে ভাত ধ্বংস করা চলবে না ।
উত্তর: পিতৃমাতৃহীন সবুজের লেখাপড়ায় কোনো মনোযোগ নেই । সে সকালে গল্প করতে বসে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায় । তার চাচা তাকে উপদেশ দেন— 'বাড়িতে বসে এভাবে অন্ন ধ্বংস করা চলবে না।'
২৮. ছেলেটি ভয়ানক মেধাবী ও বিনয়ী। তার মেধা পরিদর্শন করে সবাই মুগ্ধ। শিক্ষকবৃন্দরা মনে করেন, আগামী ভবিষ্যতে সে অসামান্য সাফল্যতা বয়ে আনবে, যা ইতিপূর্বে অত্র প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থীর পক্ষে সম্ভব হয়নি। (য. বো. ১৭/
উত্তর: ছেলেটি অত্যন্ত মেধাবী ও বিনয়ী। তার মেধা দেখে সবাই মুগ্ধ । শিক্ষকরা মনে করেন, ভবিষ্যতে সে অসামান্য সাফল্য বয়ে আনবে, যা ইতঃপূর্বে এই প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থীর পক্ষে সম্ভব হয়নি ।
২৯. সত্যবাদিতা মানবজিবনের সর্বোত্তম গুণ। গুণকে বোঝায় এটি সত্য বলায়। মানুষের প্রকৃত সুখ ও সমৃদ্ধি সম্পূর্ণরূপে নির্ভরশীল। একজনের চরিত্রকে উন্নত করে এটি এবং তাকে সমাজে উচ্চ মর্যাদায় আশিন। সত্যবাদিতা সমস্ত পৃথিবীকে সান্তি ও সুক্ষের পদে পরিচালিত করতে পারে ।
উত্তর: সত্যবাদিতা মানবজীবনের সর্বোত্তম গুণ। এই গুণকে বোঝা যায় সত্য বলায় । মানুষের প্রকৃত সুখ ও সমৃদ্ধি সম্পূর্ণরূপে নির্ভরশীল সত্যবাদিতায়। এটি একজনের চরিত্রকে উন্নত করে এবং তাকে সমাজে উচ্চ মর্যাদায় আসীন করে। সত্যবাদিতা সমস্ত পৃথিবীকে শান্তি ও সুখের পথে পরিচালিত করতে পারে।
৩০. “মিলিটারি এখন যাবতীয় গাড়ি থামাচ্ছে। গাড়ির সব প্যাসেঞ্জারদের নামিয়ে দাঁড় করিয়ে দেয় রাস্তার ধারে। আরেক দল মিলিটারিগণ স্টেনগান তাক করিয়া রেখেছে এইসব মানুষদের সারির ওপর। অন্য একটি দল ফের ওইসব লোকের জামাকাপড় ও শরীর তল্লাসি করে। মিলিটারি যাহাদের পছন্দ করছে তাদের ঠেলে দিচ্ছে পেছনে দাঁড়ানো একটা লরির দিকে।”
উত্তর: “মিলিটারি এখন যাবতীয় গাড়ি থামাচ্ছে। গাড়ির প্যাসেঞ্জারদের নামিয়ে দাঁড় করিয়ে দেয় রাস্তার ধারে। আরেক দল মিলিটারি স্টেনগান তাক করে রেখেছে এই মানুষদের সারির ওপর। অন্য একটি দল ফের ওইসব লোকের জামাকাপড় ও শরীরের গোপন জায়গাগুলো তল্লাশি করে। মিলিটারিরা যাকে পছন্দ করছে তাকে ঠেলে দিচ্ছে পেছনে দাঁড়ানো একটা লরির দিকে।”
৩১. মিতার মতো বুদ্ধিমান বালিকা আমি আর একটাও দেখিনি। কোনো দিন ক্লাসের আবশ্যকীয় জিনিস সঙ্গে আনতো না। কিন্তু কলেজের এতগুলো শিক্ষকদের কেউ তাকে কোনো দিন কিছু বলেনি । শুধুমাত্র বুদ্ধির জোরে সে একটার পর একটা গল্প বানিয়ে সব স্যারদের বোকা বানাত ।
উত্তর: মিতার মতো বুদ্ধিমতী বালিকা আমি আর একজনও দেখিনি । কোনোদিন সে ক্লাসের আবশ্যক জিনিস সঙ্গে আনত না। কিন্তু কলেজের শিক্ষকদের কেউ তাকে কোনোদিন কিছু বলেনি। শুধু বুদ্ধির জোরে সে একটার পর একটা গল্প বানিয়ে স্যারদের বোকা বানাত।
৩২. শুধুমাত্র তোমার কথায় আমি রাজি হয়েছি। সূর্য পূর্ব দিকে উদয় হয়। যুদ্ধ চলাকালিন সময়ে অনেকে আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে। আজ সভায় অনেক সিদ্ধান্ত গ্রহণ হয়েছে। সদা সর্বদা তোমার উপস্থিতি প্রার্থনীয়
উত্তর: শুধু তোমার কথায় আমি রাজি হয়েছি। সূর্য পূর্ব দিকে উদিত হয়। যুদ্ধ চলাকালীন অনেকে আঙুল ফুলে কলাগাছ হয়েছে। আজ সভায় অনেক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সর্বদা তোমার উপস্থিতি প্রার্থনীয়
৩৩. শ্রদ্ধেয় ডক্টর দীনেশচন্দ্র সেন মৈমনসিংহ গীতিকা সংগ্রহ করে দেখিয়েছেন সাহিত্যের কী এক অমূল্য খনি পল্লীজনীনর বুকে কোণে লুকিয়ে আছে। সুদূর পশ্চিমের সাহিত্য রসিক রঁমা রোলা পর্যন্ত। ময়মনসিংহের মদিনা বিবির সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন। মনসুর বয়াতির মতো আরও কত পল্লিকবি শহুরে চক্ষুর আগোচরে পল্লিতে আত্মগোপন করে আছেন, কে তাদের সাহিত্যের মজলিসে এনে জগতের সঙ্গে..
উত্তর: শ্রদ্ধেয় ডক্টর দীনেশচন্দ্র সেন 'মৈমনসিংহ গীতিকা' সংগ্রহ করে দেখিয়েছেন, সাহিত্যের কী এক অমূল্য খনি পল্লিজননীর বুকের কোণে লুকিয়ে আছে। সুদূর পশ্চিমের সাহিত্যরসিক রোমা রোলাঁ পর্যন্ত ময়মনসিংহের মদিনা বিবির সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন। মনসুর বয়াতির মতো আরও কত পল্লিকবি শহুরে লোক চক্ষুর অগোচরে পল্লিতে আত্মগোপন করে আছেন, কে তাদের সাহিত্যের মজলিসে এনে জগতের সঙ্গে...
৩৪. সে ছিল চমৎকার এক সুন্দরী তরুণী। নিয়তির ভুলেই যেন এক দরিদ্র কেরাণির ঘরে তার জন্ম হয়েছে । তার ছিল না কোন আনন্দ কোন আশা । সুপরিচিত হবার, প্রশংসা পাওয়ার, প্রেম লাভ করার এবং কোন ধনী অথবা বিশিষ্ট লোকের সঙ্গে বিবাহিত হওয়ার কোন বিকল্প উপায় তার ছিল না।
উত্তর: সে ছিল চমৎকার এক সুন্দরী তরুণী। নিয়তির ভুলেই যেন এক গরিব কেরানির পরিবারে তার জন্ম হয়েছিল। তার ছিল না কোনো আনন্দ, কোনো আশা। পরিচিত হওয়া, প্রশংসা পাওয়া,
আর্টিকেলের শেষকথাঃ বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ বোর্ড প্রশ্ন
আমরা এতক্ষন জেনে নিলাম বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ বোর্ড প্রশ্ন টি। যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।