১৯০৬ সালে মুসলিম লীগের গঠন আলোচনা কর
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো ১৯০৬ সালে মুসলিম লীগের গঠন আলোচনা কর জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের ১৯০৬ সালে মুসলিম লীগের গঠন আলোচনা কর ।
১৯০৬ সালে মুসলিম লীগের গঠন আলোচনা কর |
১৯০৬ সালে মুসলিম লীগের গঠন আলোচনা কর
উত্তর : ভূমিকা : ১৯০৬ সালে মুসলিম লীগ প্রতিষ্ঠা ভারত উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করে। ব্রিটিশ ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান জাতীয় কংগ্রেস ১৮৮৫ সালে প্রতিষ্ঠিত হলেও বিভিন্ন কারণে এতে
মুসলমানদের স্বার্থ অবহেলিত হতে থাকে। তাই মুসলমানদের অধিকাংশ নেতা এতে যোগ দেননি। নতুন দল মুসলিম লীগ | প্রতিষ্ঠার মাধ্যমে মুসলমানরা নিজেদের দাবি-দাওয়া উপস্থাপন এবং রাজনীতিতে সম্পৃক্ত করার সুযোগ পায়। মূলত এ দলের নেতৃত্বেই ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়।
মুসলিম লীগের গঠন :- ১৯০৬ সালের ২৭ ডিসেম্বর ঢাকার শাহবাগে নবাব সলিমুল্লাহর বাগানবাড়িতে মুসলিম শিক্ষা সম্মেলনের অধিবেশন শুরু হয়। ভারতের বিভিন্ন প্রদেশ থেকে প্রায় ৮,০০০ প্রতিনিধি এতে যোগ দেন। নবাব সলিমুল্লাহ ছিলেন অভ্যর্থনা কমিটির সভাপতি। কলকাতা হাইকোর্টের বিচারপতি শরীফুদ্দিন উদ্বোধনী অধিবেশনের সভাপতিত্ব করেন। অধিবেশন চলে ৩০ ডিসেম্বর পর্যন্ত। ৩০ ডিসেম্বর রাজনৈতিক অধিবেশনের সভাপতিত্ব করেন। ভিকার-উল-মূলক। অধিবেশনের মূল বক্তা নবাব সলিমুলাহর প্রস্তাবে এবং হাকিম আজমল খানের সমর্থনে “নিখিল ভারত মুসলিম লীগ' গঠিত হয়। আগা খান মুসলিম লীগের প্রথম সভাপতি নির্বাচিত হন। নবাব সলিমুলাহ সহ- সভাপতি এবং নবাব মুহসিন-উল-মূলক এবং নবাব ভিকার-উল- মূলক যুগ্ম সম্পাদক নির্বাচিত হন।
উপসংহার : আলোচ্য আলোচনার পরিশেষে বলা যায় যে, মুসলিম সাতন্ত্র্যবাদের বিকাশধারায় মুসলমানদের ন্যায্য দাবি আদায়ের প্রেক্ষিতে গঠিত হয় মুসলিম লীগ। তাই ভারতের রাজনৈতিক ইতিহাসে মুসলিম লীগের গুরুত্ব অপরিসীম ।
আর্টিকেলের শেষকথাঃ ১৯০৬ সালে মুসলিম লীগের গঠন আলোচনা কর
আমরা এতক্ষন জেনে নিলাম ১৯০৬ সালে মুসলিম লীগের গঠন আলোচনা কর টি। যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।