সর্বনাম কি | সর্বনামের শ্রেণিবিভাগ করে প্রতিটির দুইটি করে উদাহরণ দাও
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো সর্বনাম কি | সর্বনামের শ্রেণিবিভাগ করে প্রতিটির দুইটি করে উদাহরণ দাও জেনে নিবো। তোমরা যদি সর্বনাম কি | সর্বনামের শ্রেণিবিভাগ করে প্রতিটির দুইটি করে উদাহরণ দাও টি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের সর্বনাম কি | সর্বনামের শ্রেণিবিভাগ করে প্রতিটির দুইটি করে উদাহরণ দাও টি।
সর্বনাম কি সর্বনামের শ্রেণিবিভাগ করে প্রতিটির দুইটি করে উদাহরণ দাও |
সর্বনাম কি | সর্বনামের শ্রেণিবিভাগ করে প্রতিটির দুইটি করে উদাহরণ দাও
উত্তর : কোনো কিছুর নাম, সংজ্ঞা বা ঐ জাতীয় কোনো পদের পরিবর্তে যে নতুন পদ ব্যবহৃত হয় তাই সর্বনাম। যেমন : রুমা ও নাজমা উভয়েই লেখাপড়া করে। কিন্তু পড়ার ফাকে ফাকে তারা তাদের মায়ের কাজে সহযোগিতা করে। এখানে ‘রুমা' ও ‘নাজমার পরিবর্তে বাক্যে 'তারা' ও 'তাদের' শব্দ দুটি ব্যবহৃত হয়েছে। তাই এ শব্দদুটি সর্বনাম । শ্রেণিবিভাগ : নিচে সর্বনামের শ্রেণিবিভাজন করে প্রতিটির দুটি করে উদাহরণ দেওয়া হল :
ক. ব্যক্তিবাচক সর্বনাম : আমি, তুমি
খ. আত্মবাচক সর্বনাম : নিজে, স্বয়ং
গ. নির্দেশক সর্বনাম : এ, উনি ঘ. অনির্দিষ্ট সর্বনাম : কেউ, কিছু
ঙ. প্রশ্নবাচক সর্বনাম : কে, কারা
চ. সংযোগবাচক সর্বনাম : যে, যার
ছ. সাপেক্ষ সর্বনাম : যে-সে, যেমন-তেমন
জ. পারস্পরিক সর্বনাম : নিজেরা নিজেরা, পরস্পর
ঝ. সকলবাচক সর্বনাম : উভয়, সব
ঞ. অন্যবাচক সর্বনাম : অপরে, অন্যে
আর্টিকেলের শেষকথাঃ সর্বনাম কি | সর্বনামের শ্রেণিবিভাগ করে প্রতিটির দুইটি করে উদাহরণ দাও
আমরা এতক্ষন জেনে নিলাম সর্বনাম কি | সর্বনামের শ্রেণিবিভাগ করে প্রতিটির দুইটি করে উদাহরণ দাও টি। যদি তোমাদের আজকের এই সর্বনাম কি | সর্বনামের শ্রেণিবিভাগ করে প্রতিটির দুইটি করে উদাহরণ দাও টি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।