সাধু ও চলিত ভাষার পার্থক্য উদাহরণ সহ | সাধু ও চলিত ভাষার ৫ টি পার্থক্য
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো সাধু ও চলিত ভাষার পার্থক্য উদাহরণ সহ | সাধু ও চলিত ভাষার ৫ টি পার্থক্য জেনে নিবো। তোমরা যদি সাধু ও চলিত ভাষার পার্থক্য উদাহরণ সহ | সাধু ও চলিত ভাষার ৫ টি পার্থক্য টি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের সাধু ও চলিত ভাষার পার্থক্যকরণ টি।
সাধু ও চলিত ভাষার পার্থক্য উদাহরণ সহ | সাধু ও চলিত ভাষার ৫ টি পার্থক্য |
সাধু ও চলিত ভাষার পার্থক্য উদাহরণ সহ | সাধু ও চলিত ভাষার ৫ টি পার্থক্য
উত্তর: বাংলা ভাষার লেখ্য রীতির মধ্যে প্রধান দুটি রীতির একটি হচ্ছে সাধুরীতি, অপরটি চলিতরীতি। সাধুরীতির প্রবর্তক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, চলিতরীতির প্রবর্তক প্রমথ চৌধুরী। নিচে দুটি ভাষারীতির মধ্যে বিদ্যমান পার্থক্য নির্দেশ করা হলাে :
সাধুরীতি | চলিতরীতি |
---|---|
ক. এ রীতি পুরাতন। | ক. এ রীতি আধুনিক । |
খ. এ রীতি ব্যাকরণের সব নিয়ম মেনে চলে। | খ. এ রীতি ব্যাকরণের সব নিয়ম সব সময় মেনে চলে না। |
গ. এ রীতি কৃত্রিম। | গ. এ রীতি সমাজবাস্তবতা সম্পন্ন। |
ঘ. এ রীতিতে তৎসম শব্দ বেশি ব্যবহৃত হয়। | ঘ. এ রীতিতে তদ্ভব, দেশি শব্দ বেশি ব্যবহৃত হয়। |
ঙ. এ রীতিতে সাধারণত বিদেশি শব্দ ব্যবহৃত হয় না। | ঙ. এ রীতিতে প্রচুর বিদেশি শব্দ ব্যবহৃত হয়। |
চ. এ ভাষারীতি নাটকের সংলাপের জন্যে উপযুক্ত নয় । | চ. এ ভাষারীতি নাটকের সংলাপের জন্যে বিশেষভাবে উপযুক্ত। |
ছ. এ রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ পূর্ণরূপে ব্যবহৃত হয় । | ছ, এ রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ সংক্ষিপ্তরূপে ব্যবহৃত হয়। |
জ. এ ভাষা ক্রমশ হারিয়ে যাচ্ছে । | জ. এ ভাষা প্রচলিত ও ক্রমশ বিকাশমান। |
ঝ. উদাহরণ : আমার কনিষ্ঠ ভ্রাতা নিকটস্থ বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে অধ্যয়ন করে। | ঝ. উদাহরণ : আমার ছােট ভাই পাশের স্কুলে ক্লাস ফোরে পড়ে। |
আর্টিকেলের শেষকথাঃ সাধু ও চলিত ভাষার পার্থক্য উদাহরণ সহ | সাধু ও চলিত ভাষার ৫ টি পার্থক্য
আমরা এতক্ষন জেনে নিলাম সাধু ও চলিত ভাষার পার্থক্য উদাহরণ সহ | সাধু ও চলিত ভাষার ৫ টি পার্থক্য টি। যদি তোমাদের আজকের এই সাধু ও চলিত ভাষার পার্থক্য উদাহরণ সহ | সাধু ও চলিত ভাষার ৫ টি পার্থক্য টি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।