সাধু ও চলিত ভাষার পার্থক্য উদাহরণ সহ | সাধু ও চলিত ভাষার ৫ টি পার্থক্য

আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো সাধু ও চলিত ভাষার পার্থক্য উদাহরণ সহ | সাধু ও চলিত ভাষার ৫ টি পার্থক্য জেনে নিবো। তোমরা যদি সাধু ও চলিত ভাষার পার্থক্য উদাহরণ সহ | সাধু ও চলিত ভাষার ৫ টি পার্থক্য টি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের সাধু ও চলিত ভাষার পার্থক্যকরণ  টি।

সাধু ও চলিত ভাষার পার্থক্য উদাহরণ সহ | সাধু ও চলিত ভাষার ৫ টি পার্থক্য
সাধু ও চলিত ভাষার পার্থক্য উদাহরণ সহ | সাধু ও চলিত ভাষার ৫ টি পার্থক্য

সাধু ও চলিত ভাষার পার্থক্য উদাহরণ সহ | সাধু ও চলিত ভাষার ৫ টি পার্থক্য

উত্তর: বাংলা ভাষার লেখ্য রীতির মধ্যে প্রধান দুটি রীতির একটি হচ্ছে সাধুরীতি, অপরটি চলিতরীতি। সাধুরীতির প্রবর্তক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, চলিতরীতির প্রবর্তক প্রমথ চৌধুরী। নিচে দুটি ভাষারীতির মধ্যে বিদ্যমান পার্থক্য নির্দেশ করা হলাে :

সাধুরীতিচলিতরীতি
ক. এ রীতি পুরাতন।ক. এ রীতি আধুনিক ।
খ. এ রীতি ব্যাকরণের সব নিয়ম মেনে চলে।খ. এ রীতি ব্যাকরণের সব নিয়ম সব সময় মেনে চলে না। 
গ. এ রীতি কৃত্রিম।গ. এ রীতি সমাজবাস্তবতা সম্পন্ন।
ঘ. এ রীতিতে তৎসম শব্দ বেশি ব্যবহৃত হয়। ঘ. এ রীতিতে তদ্ভব, দেশি শব্দ বেশি ব্যবহৃত হয়।
ঙ. এ রীতিতে সাধারণত বিদেশি শব্দ ব্যবহৃত হয় না।ঙ. এ রীতিতে প্রচুর বিদেশি শব্দ ব্যবহৃত হয়।
চ. এ ভাষারীতি নাটকের সংলাপের জন্যে উপযুক্ত নয় ।চ. এ ভাষারীতি নাটকের সংলাপের জন্যে বিশেষভাবে উপযুক্ত।
ছ. এ রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ পূর্ণরূপে ব্যবহৃত হয় ।ছ, এ রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ সংক্ষিপ্তরূপে ব্যবহৃত হয়।
জ. এ ভাষা ক্রমশ হারিয়ে যাচ্ছে ।জ. এ ভাষা প্রচলিত ও ক্রমশ বিকাশমান। 
ঝ. উদাহরণ : আমার কনিষ্ঠ ভ্রাতা নিকটস্থ বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে অধ্যয়ন করে।ঝ. উদাহরণ : আমার ছােট ভাই পাশের স্কুলে ক্লাস ফোরে পড়ে।

আর্টিকেলের শেষকথাঃ সাধু ও চলিত ভাষার পার্থক্য উদাহরণ সহ | সাধু ও চলিত ভাষার ৫ টি পার্থক্য

আমরা এতক্ষন জেনে নিলাম সাধু ও চলিত ভাষার পার্থক্য উদাহরণ সহ | সাধু ও চলিত ভাষার ৫ টি পার্থক্য  টি। যদি তোমাদের আজকের এই সাধু ও চলিত ভাষার পার্থক্য উদাহরণ সহ | সাধু ও চলিত ভাষার ৫ টি পার্থক্য  টি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ