ভাবসম্প্রসারণ প্রয়োজনে যে মরিতে প্রস্তুত বাঁচিবার অধিকার তাহারই
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো ভাবসম্প্রসারণ প্রয়োজনে যে মরিতে প্রস্তুত বাঁচিবার অধিকার তাহারই জেনে নিবো। তোমরা যদি ভাবসম্প্রসারণ প্রয়োজনে যে মরিতে প্রস্তুত বাঁচিবার অধিকার তাহারই টি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের ভাবসম্প্রসারণ প্রয়োজনে যে মরিতে প্রস্তুত বাঁচিবার অধিকার তাহারই টি।
ভাবসম্প্রসারণ প্রয়োজনে যে মরিতে প্রস্তুত বাঁচিবার অধিকার তাহারই |
ভাবসম্প্রসারণ প্রয়োজনে যে মরিতে প্রস্তুত বাঁচিবার অধিকার তাহারই
মূলভাব: দেশ, দেশের মানুষ ও ন্যায়ের প্রেমে উদ্বুদ্ধ হয়ে যারা প্রয়োজনে হাসিমুখে প্রাণ উৎসর্গ করে, অমরত্ব একমাত্র তাদেরই প্রাপ্য।
সম্প্রসারিত ভাব: প্রবাদ আছে— ‘মৃত্যুর শীতল হস্ত, রাজার ওপরও পতিত ।' অর্থাৎ মৃত্যু অনিবার্য, এর করালগ্রাস থেকে কারো নিষ্কৃতি নেই। তবে মৃত্যুর শ্রেণিভেদ আছে। মৃত্যু কখনো কাপুরুষোচিত, কখনো স্বাভাবিক, কখনও বীরের। বীরোচিত মৃত্যুই মানুষকে অমরত্ব দান করে। মানুষমাত্রেরই অমরত্ব লাভের তীব্র ইচ্ছা । কিন্তু শতচেষ্টায়ও মানুষ মৃত্যুকে এড়াতে পারে না। আবার মৃত্যুর মধ্য দিয়েই মানুষ নতুন করে বাঁচে অনন্তকাল। যেমনিভাবে বাংলাদেশের প্রতিটি মানুষের বুকে আজও বেঁচে আছেন শহিদ বীর মুক্তিযোদ্ধাগণ। এ বেঁচে থাকা আর স্মরণীয়-বরণীয় হয়ে থাকার পথ কুসুমাস্তীর্ণ নয়। এর জন্য প্রয়োজন সাহসী সৈনিকের প্রত্যয়দীপ্ত মৃত্যু। কাপুরুষদের কাছে বেঁচে থাকা হলো প্রতিনিয়ত মৃত্যুর দুয়ারে কড়া নাড়ার শামিল। অন্যদিকে, সাহসীরা মৃত্যুকে সঙ্গী করে জীবনকে উপভোগ করে বীরের মতো। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার্থে গৌরবদীপ্ত অমর জীবন লাভের প্রয়োজনে মৃত্যু একান্তই তুচ্ছ। এ রকম অনন্ত বাঁচার জন্য মৃত্যুকে হাসিমুখে আলিঙ্গন করতে হয়। দেশের সূর্যতরুণ বীর সৈনিক এমন মৃত্যুকে মহান ও গৌরবজনক মনে করে । কারণ জীবনের জন্য অনিবার্য মৃত্যুকে বরণ করার মধ্য দিয়েই সে পৃথিবীতে অমরত্বের জয়মাল্য ছিনিয়ে নিতে সক্ষম হয়। তাই বলা হয়েছে, প্রয়োজনে যে মরতে জানে, বাঁচার অধিকার একমাত্র তারই।
মন্তব্য: মহান মৃত্যুই মানুষকে অমরত্ব দান করে। কাপুরুষোচিত মৃত্যু মানুষকে চিরদিনের জন্য ধ্বংস করে। মহান মৃত্যুকে দেশ ও জাতির প্রয়োজনে আলিঙ্গন করলে গৌরব ও অমরত্ব লাভ করা যায়।
আর্টিকেলের শেষকথাঃ ভাবসম্প্রসারণ প্রয়োজনে যে মরিতে প্রস্তুত বাঁচিবার অধিকার তাহারই
আমরা এতক্ষন জেনে নিলাম ভাবসম্প্রসারণ প্রয়োজনে যে মরিতে প্রস্তুত বাঁচিবার অধিকার তাহারই টি। যদি তোমাদের আজকের এই ভাবসম্প্রসারণ প্রয়োজনে যে মরিতে প্রস্তুত বাঁচিবার অধিকার তাহারই টি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।