অনুসর্গ কি | অনুসর্গ কাকে বলে কত প্রকার ও কি কি | অনুসর্গ এর উদাহরণ
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো অনুসর্গ কি | অনুসর্গ কাকে বলে কত প্রকার ও কি কি | অনুসর্গ এর উদাহরণ জেনে নিবো। তোমরা যদি অনুসর্গ কি | অনুসর্গ কাকে বলে কত প্রকার ও কি কি | অনুসর্গ এর উদাহরণ টি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের অনুসর্গ কি | অনুসর্গ কাকে বলে কত প্রকার ও কি কি | অনুসর্গ এর উদাহরণ টি।
অনুসর্গ কাকে বলে কত প্রকার ও কি কি |
অনুসর্গ কি | অনুসর্গ কাকে বলে কত প্রকার ও কি কি | অনুসর্গ এর উদাহরণ
উত্তর: সাধারণভাবে যেসব অব্যয় শ্রেণির শব্দ অন্য কোনো শব্দের পরে বসে শব্দ বিভক্তির মতো কাজ করে তাকে অনুসর্গ বা কর্মপ্রবচনীয় বলে। তবে মুনীর চৌধুরীর মতে, বাংলা ভাষার যে অব্যয় শব্দগুলো কখনো স্বাধীন পদরূপে আবার কখনো শব্দ বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে, সেগুলোকে অনুসর্গ বা কর্মপ্রবচনীয় বা পরসর্গ বলে । যেমন : হতে, থেকে, চেয়ে, অপেক্ষা ইত্যাদি । গঠনপ্রকৃতি অনুসারে অনুসর্গগুলোকে দুইভাগে ভাগ করা যায় । যথা :
- ১. নাম বা বিশেষ্য অনুসর্গ ও
- ২. ক্রিয়া অনুসর্গ ।
১. নাম বা বিশেষ্য অনুসর্গ : ক্রিয়া ছাড়া অন্য শব্দ থেকে যেসব অনুসর্গ এসেছে, সেগুলো নামজাত বা বিশেষ্য অনুসর্গ। এ জাতীয় অনুসর্গকে আবার তিন ভাগে ভাগ করা যায়। যথা :
- ক. সংস্কৃত অনুসর্গ,
- খ. বিবর্তিত বা তদ্ভব অনুসর্গ ও
- গ. ফারসি অনুসর্গ ।
২. ক্রিয়াজাত অনুসর্গ : যেসব অনুসর্গ ক্রিয়া থেকে তৈরি, সেগুলো ক্রিয়াজাত অনুসর্গ হিসেবে পরিচিত। যেমন : করে, দিয়ে, হতে, ধরে ইত্যাদি।
পাঁচটি অনুসর্গের প্রয়োগ :
১. অবধি : শেষ অবধি আমি অপেক্ষা করব। (পর্যন্ত অর্থে)
২. অপেক্ষা : ধন অপেক্ষা জ্ঞান বড়। (তুলনা অর্থে)
৩. থেকে : মন থেকে দুশ্চিন্তা ঝেড়ে ফেল । (হইতে অর্থে)
৪. কারণে : পড়ার কারণেই সুফল আসে। (ফলাফল অর্থে) .
৫. ভিতর : খাঁচার ভিতর অচিন পাখি। (মধ্যে অর্থে)
আর্টিকেলের শেষকথাঃ অনুসর্গ কি | অনুসর্গ কাকে বলে কত প্রকার ও কি কি | অনুসর্গ এর উদাহরণ
আমরা এতক্ষন জেনে নিলাম অনুসর্গ কি | অনুসর্গ কাকে বলে কত প্রকার ও কি কি | অনুসর্গ এর উদাহরণ টি। যদি তোমাদের আজকের এই অনুসর্গ কি | অনুসর্গ কাকে বলে কত প্রকার ও কি কি | অনুসর্গ এর উদাহরণ টি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।