মহাকাশ আজ আর অজানা নয় ব্যাখ্যা কর
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো মহাকাশ আজ আর অজানা নয় ব্যাখ্যা কর জেনে নিবো। তোমরা যদি মহাকাশ আজ আর অজানা নয় ব্যাখ্যা কর টি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের মহাকাশ আজ আর অজানা নয় ব্যাখ্যা কর টি।
মহাকাশ আজ আর অজানা নয় ব্যাখ্যা কর |
মহাকাশ আজ আর অজানা নয় ব্যাখ্যা কর
উত্তর: জ্যোতির্বিজ্ঞান ও. মহাকাশ প্রযুক্তির মাধ্যমে বহির্বিশ্বে অভিযান। পরিচালনার নাম মহাকাশ অভিযান। মহাকাশ অভিযানের জন্য ব্যবহৃত নভােযানগুলােতে মানুষ থাকতেও পারে আবার নাও থাকতে পারে। মনুষ্যবাহী নভােযানের তুলনায় রােবােটিক নভােযানের সংখ্যা অনেক বেশি। বর্তমানে যত মহাকাশযান তৈরি হচ্ছে তার সবগুলােই কম্পিউটার। নিয়ন্ত্রিত।
কম্পিউটার দিয়ে মহাকাশযানের নকশা প্রণয়ন করা হচ্ছে। এ ছাড়া স্যাটেলাইট উৎক্ষেপণ মহাকাশযান নিয়ন্ত্রণ, গ্রহের অবস্থান, গ্রহের আকার-আকৃতি নির্ণয় ইত্যাদি কাজে কম্পিউটার ব্যবহৃত হচ্ছে। নাসার মহাকাশবিজ্ঞানীরা কম্পিউটার ব্যবহার করে মহাকাশযানের অবস্থান, গতি-প্রকৃতি নিয়ন্ত্রণের কাজ করছেন। ফলে জানতে পারছে। মহাকাশের জানা-অজানা খবর। সুতরাং, মহাকাশ আজ আর অজানা নয়’ উক্তিটি যথার্থ।
আর্টিকেলের শেষকথাঃ মহাকাশ আজ আর অজানা নয় ব্যাখ্যা কর
আমরা এতক্ষন জেনে নিলাম মহাকাশ আজ আর অজানা নয় ব্যাখ্যা কর টি। যদি তোমাদের আজকের এই মহাকাশ আজ আর অজানা নয় ব্যাখ্যা কর টি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।