K ++ ও ++ k ব্যাখ্যা কর
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো K ++ ও ++ k ব্যাখ্যা কর জেনে নিবো। তোমরা যদি K ++ ও ++ k ব্যাখ্যা কর টি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের K ++ ও ++ k ব্যাখ্যা কর টি।
K ++ ও ++ k ব্যাখ্যা কর |
K ++ ও ++ k ব্যাখ্যা কর
উত্তর: K++ ও ++K হলো ইনক্রিমেন্টাল অপারেটর। K++ এর ক্ষেত্রে ক্ষেত্রে কম্পাইলার প্রথমে প্রোগ্রামে K এর পুরাতন মান ব্যবহার করে, অতঃপর ভেরিয়েবলের মানের সাথে যথাক্রমে এক যোগ করে। এই নতুন মান পরবর্তী স্টেটমেন্ট ধাপ থেকে কার্যকর হয়। কিন্তু ++K এর ক্ষেত্রে কম্পাইলার প্রথমে K এর প্রারম্ভিক মানের সাথে যথাক্রমে এক যোগ করে, অতঃপর প্রোগ্রামের একই স্টেটমেন্ট এই বর্ধিত মান ব্যবহার করে ।
আর্টিকেলের শেষকথাঃ K ++ ও ++ k ব্যাখ্যা কর
আমরা এতক্ষন জেনে নিলাম K ++ ও ++ k ব্যাখ্যা কর টি। যদি তোমাদের আজকের এই K ++ ও ++ k ব্যাখ্যা কর টি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।