হাইপারলিংক ট্যাগের আবশ্যিক অ্যাট্রিবিউটটি ব্যাখা কর
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো হাইপারলিংক ট্যাগের আবশ্যিক অ্যাট্রিবিউটটি ব্যাখা কর জেনে নিবো। তোমরা যদি হাইপারলিংক ট্যাগের আবশ্যিক অ্যাট্রিবিউটটি ব্যাখা কর টি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের হাইপারলিংক ট্যাগের আবশ্যিক অ্যাট্রিবিউটটি ব্যাখা কর টি।
হাইপারলিংক ট্যাগের আবশ্যিক অ্যাট্রিবিউটটি ব্যাখা কর |
হাইপারলিংক ট্যাগের আবশ্যিক অ্যাট্রিবিউটটি ব্যাখা কর
উত্তর: হাইপারলিংক হলো ওয়েবের একটি রিসোর্সে অবস্থিত কোনো রেফারেন্স বা কোনো ঠিকানা।
হাইপারলিংক ব্যবহার করার জন্য <a> এলিমেন্ট ব্যবহৃত হয়। HTML কোনো ডকুমেন্টের অভ্যন্তরে হাইপার লিংকের সিনট্যাক্স হলো:
<a href = "url" > Link Text </a>
a hypertext reference এর সংক্ষিপ্তরূপ a href
সুতরাং, হাইপারলিংক ট্যাগের আবশ্যিক অ্যাট্রিবিউটটি হলো href যা সোর্স ফাইলকে নির্ধারণ করে।
আর্টিকেলের শেষকথাঃ হাইপারলিংক ট্যাগের আবশ্যিক অ্যাট্রিবিউটটি ব্যাখা কর
আমরা এতক্ষন জেনে নিলাম হাইপারলিংক ট্যাগের আবশ্যিক অ্যাট্রিবিউটটি ব্যাখা কর টি। যদি তোমাদের আজকের এই হাইপারলিংক ট্যাগের আবশ্যিক অ্যাট্রিবিউটটি ব্যাখা কর টি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।