Fruits Of Bangladesh Composition For Class 6, 7, 8, 9, 10
Assalamu Alaikum Dear Students. Today's Topic is a composition on fruits of bangladesh. If you want to get Fruits Of Bangladesh Composition For Class 6, 7, 8, 9, 10 Well in Your Mind Then You Must Read Carefully. Let's know Today's Topic a composition on fruits of bangladesh.
Fruits Of Bangladesh Composition |
Fruits Of Bangladesh Composition
Bangladesh is the darling child of Nature. She has made her child rich with various fruits. Our soil is very fertile. So many kinds of fruits grow in different seasons all over the country. Fruits are of different kinds, colours, sizes and taste. Some are big and some are small. Some taste sweet and some taste sour. Some are solid and some are juicy.
Mango is the king of fruits in Bangladesh. It is the fruits of summer season. There are many varieties of mangoes. They are Langra, Fazli, Gopalbhog. Mohanbhog etc. These mangoes are famous for taste, flavour and sweetness. Fazli is also famous for its size and sweet taste. Mangoes grow in plenty in Rajshahi. Dinajpur and Bogura.
The jack fruit is the biggest fruit in our country. It is also a summer fruit. It is delicious and sweet to taste. It is green in colour but inside is yellow. It has a rough and prickly skin. Inside the skin the fruits are found to be composed of many flakes. Banana is another popular fruit in our country. It grows in plenty throughout the whole year in all parts of our country. There are many kinds of bananas such as the champa, the sabri, the amritsagar.
Amritasagar of Dhaka and Sabri of Mymensing are the best. The coconut is another delicious fruit. It is a common fruit. It grows everywhere in Bangladesh but in plenty in the district of Khulna, Barishal and Patuakhali. Its sweet and cold water quenches our thirst in hot summer. Its kernel is a tasty food.. The pineapple is another good fruit.
It is a fruit of rainy season. It grows in plenty in Sylhet. It is full of sweet juice. The lichi is another good fruit. It grows everywhere in Bangladesh but plenty in Rajshahi. It is very small. It is very sweet. The lichies of Rajshahi are most famous. Children are fond of lichies. The orange is another good fruit in Bangladesh. It is juicy and tasteful. The orange is good for liver. It grows mainly in the district of Sylhet. The papaw is also a good fruit. It is delicious and nutritious. It is also good for liver. It grows everywhere in Bangladesh.
The palm is also a well known fruit in Bangladesh. Among other fruits, black-berries, dates, plums, melons, and guava are very well known. They are also good fruits. Children are fond of black berries. The watery juice of melons is cool a refreshing. Guavas contain sufficient amount of vitamins. There are some fruits that taste sour. They are called sour fruits. The tamarind, the kamranga the lemon are sour fruits.
Fruits grow in plenty in Bangladesh but many fruits are rotten for want of proper care and processing systems. We should grow more fruits so that we can earn a lot of foreign exchange by exporting them. Fruit culture and fruit taking can ensure our national health. So our governmen should come forward to take proper steps of processing system and encourage people to grow mo fruits.
অনুবাদঃ বাংলাদেশ প্রকৃতির প্রিয় সন্তান। তিনি তার সন্তানকে বিভিন্ন ফল দিয়ে সমৃদ্ধ করেছেন। আমাদের মাটি খুবই উর্বর। তাই সারা দেশে বিভিন্ন ঋতুতে অনেক ধরনের ফল জন্মে। ফল বিভিন্ন ধরণের, রঙ, আকার এবং স্বাদের হয়। কেউ বড় আবার কেউ ছোট। কারো স্বাদ মিষ্টি আবার কারো স্বাদ টক। কিছু শক্ত আবার কিছু রসালো।
বাংলাদেশের ফলের রাজা আম। এটি গ্রীষ্মকালের ফল। আমের অনেক জাত রয়েছে। সেগুলো হলো ল্যাংড়া, ফজলি, গোপালভোগ। মোহনভোগ প্রভৃতি এই আমগুলো স্বাদ, গন্ধ ও মিষ্টির জন্য বিখ্যাত। ফজলি তার আকার এবং মিষ্টি স্বাদের জন্যও বিখ্যাত। রাজশাহীতে আম প্রচুর হয়। দিনাজপুর ও বগুড়া।
কাঁঠাল আমাদের দেশের সবচেয়ে বড় ফল। এটিও একটি গ্রীষ্মকালীন ফল। এটি স্বাদে সুস্বাদু এবং মিষ্টি। এটি সবুজ রঙের হলেও ভিতরে হলুদ। এটি একটি রুক্ষ এবং কাঁটাযুক্ত ত্বক আছে। ত্বকের অভ্যন্তরে ফলগুলি অনেকগুলি ফ্লেক্স দ্বারা গঠিত পাওয়া যায়। কলা আমাদের দেশের আরেকটি জনপ্রিয় ফল। এটি আমাদের দেশের সমস্ত অঞ্চলে সারা বছর প্রচুর পরিমাণে জন্মে। চম্পা, সবরি, অমৃতসাগরের মতো অনেক ধরনের কলা রয়েছে।
ঢাকার অমৃতসাগর ও ময়মনসিংহের সাবরি সেরা। নারকেল আরেকটি সুস্বাদু ফল। এটি একটি সাধারণ ফল। এটি বাংলাদেশের সর্বত্র জন্মে তবে খুলনা, বরিশাল ও পটুয়াখালী জেলায় প্রচুর পরিমাণে জন্মে। এর মিষ্টি এবং ঠান্ডা জল গরম গ্রীষ্মে আমাদের তৃষ্ণা মেটায়। এর কার্নেল একটি সুস্বাদু খাবার। আনারস আরেকটি ভালো ফল।
এটি বর্ষার একটি ফল। এটি সিলেটে প্রচুর পরিমাণে জন্মে। মিষ্টি রসে ভরপুর। লিচু আরেকটি ভালো ফল। এটি বাংলাদেশের সর্বত্র জন্মে তবে রাজশাহীতে প্রচুর। এটা খুবই ছোট. এটা খুবই মিষ্টি। রাজশাহীর লিচু সবচেয়ে বিখ্যাত। শিশুরা লিচু পছন্দ করে। কমলা বাংলাদেশের আরেকটি ভালো ফল। এটি রসালো এবং স্বাদযুক্ত। কমলা লিভারের জন্য ভালো। এটি প্রধানত সিলেট জেলায় জন্মে। পেঁপেও একটি ভালো ফল। এটি সুস্বাদু এবং পুষ্টিকর। এটি লিভারের জন্যও ভালো। এটি বাংলাদেশের সর্বত্র জন্মে।
খেজুর বাংলাদেশেও একটি সুপরিচিত ফল। অন্যান্য ফলের মধ্যে কালো-বেরি, খেজুর, বরই, তরমুজ এবং পেয়ারা খুব পরিচিত। এগুলোও ভালো ফল। শিশুরা কালো বেরি পছন্দ করে। তরমুজের জলীয় রস শীতল একটি সতেজ। পেয়ারায় রয়েছে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন। কিছু ফল আছে যেগুলোর স্বাদ টক। এগুলোকে টক ফল বলা হয়। তেঁতুল, কামরাঙ্গা ও লেবু টক ফল।
বাংলাদেশে প্রচুর পরিমাণে ফল জন্মে কিন্তু সঠিক পরিচর্যা ও প্রক্রিয়াজাতকরণ ব্যবস্থার অভাবে অনেক ফল পচে যায়। আমাদের আরও বেশি ফল চাষ করা উচিত যাতে আমরা সেগুলো রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। ফলের সংস্কৃতি এবং ফল গ্রহণ আমাদের জাতীয় স্বাস্থ্য নিশ্চিত করতে পারে। তাই আমাদের সরকারের উচিত প্রক্রিয়াজাতকরণ ব্যবস্থার যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য এগিয়ে আসা এবং মানুষকে ফল চাষে উৎসাহিত করা।
The End Of The Article: Fruits Of Bangladesh Composition For Class 6, 7, 8, 9, 10
We Have Learned So Far Fruits Of Bangladesh Composition For Class 6, 7, 8, 9, 10. If You Like Today's Fruits Of Bangladesh Composition For Class 6, 7, 8, 9, 10, You Can Share it With Your Facebook Friends. And Stay With Our RK Raihan Website To Get Daily New Posts Like This.