ধনের মানুষ মানুষ নয় মনের মানুষই মানুষ ভাবসম্প্রসারণ
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো ধনের মানুষ মানুষ নয় মনের মানুষই মানুষ ভাবসম্প্রসারণ জেনে নিবো। তোমরা যদি ধনের মানুষ মানুষ নয় মনের মানুষই মানুষ ভাবসম্প্রসারণ টি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের ধনের মানুষ মানুষ নয় মনের মানুষই মানুষ ভাবসম্প্রসারণ টি।
ধনের মানুষ মানুষ নয় মনের মানুষই মানুষ ভাবসম্প্রসারণ |
ধনের মানুষ মানুষ নয় মনের মানুষই মানুষ ভাবসম্প্রসারণ
মূলভাব: সকলের ভালোবাসা নিয়ে বেঁচে থাকে যে মানুষ সে-ই প্রকৃত মানুষ; ধনসম্পদে গড়া মানুষ প্রকৃত অর্থে মানুষ নয়। বরং যার একটি উদার মন আছে সেই মানবসমাজের আদর্শ হিসেবে বিবেচ্য
সম্প্রসারিত ভাব: ধনসম্পদ থাকলেই মানুষ হওয়া যায় না। মানুষ হতে হলে পরোপকারী মন থাকতে হবে। পরোপকারী মন না থাকলে বিত্তবান মানুষ, সাধারণ মানুষের কোনো কল্যাণে আসে না। তাই সাধারণ মানুষের ভালোবাসা থেকে সে হয় বঞ্চিত। মৃত্যুর সাথে সাথে তার ঐশ্বর্যের পরিসমাপ্তি ঘটে। কেউ তাকে মনে রাখে না। কিন্তু ধনসম্পদহীন মানুষ সবার কাছে ভালোবাসা ও শ্রদ্ধা পেতে পারে, যদি তার পরোপকারী মন থাকে। বিপুল ঐশ্বর্যের অধিকারী ব্যক্তির যদি সংকীর্ণ মন থাকে তবে ওই ব্যক্তির ঐশ্বর্যের কোনো মূল্যই নেই জনসাধারণের কাছে। কারণ তার দ্বারা সমাজের কোনো কল্যাণ সাধিত হয় না। মৃত্যুর সাথে সাথে এ ব্যক্তিও বিলীন হয়ে যায়। কিন্তু পরোপকারী মানুষ বেঁচে থাকে মানুষের হৃদয়ের শ্রদ্ধা আর ভালোবাসা নিয়ে ।
মন্তব্য: ঐশ্বর্যশালী ব্যক্তিরা মানুষের ওপর দৃশ্যত প্রভাব ফেললেও তারা মানুষের হৃদয়ের মণিকোঠায় স্থান করে নিতে পারে না, যদি তাদের পরোপকারী মন না থাকে। পরোপকারী মন যাদের আছে তারাই প্রকৃত মানুষ ।
আর্টিকেলের শেষকথাঃ ধনের মানুষ মানুষ নয় মনের মানুষই মানুষ ভাবসম্প্রসারণ
আমরা এতক্ষন জেনে নিলাম ধনের মানুষ মানুষ নয় মনের মানুষই মানুষ ভাবসম্প্রসারণ টি। যদি তোমাদের আজকের এই ধনের মানুষ মানুষ নয় মনের মানুষই মানুষ ভাবসম্প্রসারণ টি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।