Adobe illustrator Object Menu Tutorial Bangla
হ্যালো বন্ধুরা আপনারা কি Adobe illustrator Object Menu Tutorial Bangla খুজতেছেন। যদি Adobe illustrator Object Menu Tutorial Bangla খুজে থাকেন তাহলে স্বাগতম জানাই আমাদের আজকের এই আর্টিকেলে। কারন আজকে আমরা দেখবো Adobe illustrator Object Menu Tutorial Bangla।
Adobe illustrator Object Menu Tutorial Bangla |
হ্যালো আমি আরকে রায়হান আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব Adobe illustrator Object Menu Tutorial Bangla।
আশা করি আমাদের আজকের এই আর্টিকেলটি আপনাদের ভালো লাগবে। যদি আমাদের আজকের এই Adobe illustrator Object Menu Tutorial Bangla আরটিকেল টি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন।
1. Transform (অবজেক্টকে বিভিন্ন রূপদান) :
- অবজেক্টকে বিভিন্নরূপে রূপান্তরিত করার জন্য এই Transform অপশনটি ব্যবহৃত হয় । অর্থাৎ এর সাহায্যে কোন Select কৃত Object কে বিভিন্ন রূপদান করা যায় ।
[ OR : Mouse এর Right Button ব্যবহার করে আমরা এই অপশনটির কাজ করতে পারি । ]
2. Arrange (অবজেক্টকে বিভিন্নভাবে সাজানো) :
- অবজেক্টকে বিভিন্নভাবে সাজানোর জন্য এই Arrange অপশনটি ব্যবহৃত হয় । অর্থাৎ এর সাহায্যে কোন Select কৃত Object কে বিভিন্নভাবে সাজানো যায় ।
[ OR : Mouse এর Right Button ব্যবহার করে আমরা এই অপশনটির কাজ করতে পারি । ]
3. Group (একাধিক অবজেক্টকে একত্রিত করা) :
- একাধিক অবজেক্ট/আইটেম তৈরী করে গ্রুপভুক্ত করার উদ্দেশ্যে Block / Select করে
- Object Click
- Group Click করলেই Block / Select কৃত অবজেক্ট/আইটেমগুলো একই গ্রুপভুক্ত হবে ।
[ OR : গ্রুপভুক্ত করার উদ্দেশ্যে Block / Select করে Keyboard Key (Ctrl + G } Press করলেই Block / Select কৃত অবজেক্ট/আইটেমগুলো একই গ্রুপভুক্ত (একত্রিত) হবে । ]
4. Ungroup (একত্রিত করা অবজেক্টকে আলাদা করা) :
- Group এর মাধ্যমে একত্রিত করা অবজেক্টকে গ্রুপযুক্ত করার উদ্দেশ্যে Block/ Select করে
- Object Click
- Ungroup Click করলেই Block/Select কৃত অবজেক্ট/আইটেম টি গ্রুপযুক্ত (আলাদা) হবে ।
[ OR : Group এর মাধ্যমে একত্রিত করা অবজেক্টকে গ্রুপমুক্ত করার উদ্দেশ্যে Block/Select করে Keyboard Key {Ctrl+Shift+G} Press করলেই Block/Select কৃত অবজেক্ট/আইটেম টিগ্রুপমুক্ত (আলাদা) হবে ।]
5. Lock (স্বক্রিয় অবজেক্টকে নিষ্ক্রিয় করা) :
- এক বা একাধিক অবজেক্ট/আইটেম স্বক্রিয় থাকাবস্থায় নিষ্ক্রিয় করার উদ্দেশ্যে Block / Select করে
- Object Click
- Lock Click করলেই Block / Select কৃত স্বক্রিয় অবজেক্ট নিষ্ক্রিয় হবে ।
[ OR : এক বা একাধিক অবজেক্ট/আইটেম স্বক্রিয় থাকাবস্থায় নিষ্ক্রিয় করার উদ্দেশ্যে Block/ Select করে Keyboard Key {Ctrl+2} Press করলেই Block/ Select কৃত স্বক্রিয় অবজেক্ট নিষ্ক্রিয় হবে । ]
6. Unlock A11 (নিষ্ক্রিয় অবজেক্টকে স্বক্রিয় করা) :
- কোন ফাইল/ডকুমেন্ট এর মধ্যে অবজেক্ট/আইটেম নিষ্ক্রিয় থাকাবস্থায় স্বক্রিয় করার উদ্দেশ্যে
- Object Click
- Unlock All Click করলেই ঐ ফাইল/ডকুমেন্ট এর অধিনস্থ সকল নিষ্ক্রিয় অবজেক্ট স্বক্রিয় হবে ।
[ OR : কোন ফাইল/ডকুমেন্ট এর মধ্যে অবজেক্ট/আইটেম নিষ্ক্রিয় থাকাবস্থায় স্বক্রিয় করার উদ্দেশ্যে Keyboard Key {Ctrl+Alt+2} Press করলেই ঐ ফাইল/ডকুমেন্ট এর অধিনস্থ সকল নিষ্ক্রিয় অবজেক্ট স্বক্রিয় হবে । ]
7. Hide selection (দৃশ্যমান অবজেক্টকে অদৃশ্য করা) :
- এক বা একাধিক অবজেক্ট/আইটেম দৃশ্যমান থাকাবস্থায় অদৃশ্য করার উদ্দেশ্যে Block/ Select করে
- Object Click
- Hide Selection Click করলেই Block / Select কৃত দৃশ্যমান অবজেক্ট অদৃশ্য হবে ।
[ OR : এক বা একাধিক অবজেক্ট/আইটেম দৃশ্যমান থাকাবস্থায় অদৃশ্য করার উদ্দেশ্যে Block/ Select করে Keyboard Key {Ctrl+3} Press করলেই Block/ Select কৃত দৃশ্যমান অবজেক্ট অদৃশ্য হবে ।
8. show A11 (অদৃশ্য অবজেক্টকে দৃশ্যমান করা) :
- কোন ফাইল/ডকুমেন্ট এর মধ্যে অবজেক্ট/আইটেম অদৃশ্য থাকাবস্থায় দৃশ্যমান করার উদ্দেশ্যে
- Object Click
- Show All Click করলেই ঐ ফাইল/ডকুমেন্ট এর অধিনস্থ সকল অদৃশ্য অবজেক্ট দৃশ্যমান হবে ।
[OR : কোন ফাইল/ডকুমেন্ট এর মধ্যে অবজেক্ট/আইটেম অদৃশ্য থাকাবস্থায় দৃশ্যমান করার উদ্দেশ্যে Keyboard Key { Ctrl+Alt+3} Press করলেই ঐ ফাইল/ডকুমেন্ট এর অধিনস্থ সকল অদৃশ্য অবজেক্ট দৃশ্যমান হবে। ]
9. To Expand an Item (বিভিন্ন আইটেমকে কনভার্ট করা) :
- Expand করে একটি অবজেক্টের Fill এর মধ্যে গ্রাডায়ান্ট, ব্লেন্ডস কিংবা প্যাটার্ন কনভার্ট করা যায়। জটিল প্রিন্টিং অবজেক্টে ক্ষেত্রে এই কমান্ডটি প্রযোজ্য হয়। যাতে থাকবে গ্রাডায়েন্ট, ডেন্ড বা প্যাটার্ন । এক্সপান্ড কমান্ডের সাহায্য অবজেক্টের Fill এবং Stroke আলাদাভাবে কনভার্ট করা যায় । এছাড়াও মেস অবজেক্টের মধ্যে গ্রাডায়েন্ট কনভার্ট করা যায় । যেমন:
- Object Click
- Expand Click করলে পর্দায় Expand Dialog Box আসবে। তখন Fill এবং Stroke ঠিক চিহ্নের মাধ্যমে Active & Incactive
- Ok Click করতে হবে । পরবর্তীতে বিভিন্ন কাজ করা যায় ।
10. Expand Appearance (এক্সপেন্টকে স্বক্রিয় করা) :
- Expand Sub Menu টি নিষ্ক্রিয় থাকলে
- Object Click
- Expand Appearance Click করলে Expand Sub Menu টি স্বক্রিয় হবে ।
11. Flatten Transparency (অবজেক্টের ধরন দেখা ও পরিবর্তন করা);
- একটি Object তৈরী করে ইহাকে Block/Select করার পর
- Object Click V Flatten Transparency Click করলে
- Flatten Transparency Dialog Box আসবে তখন আমরা এই Dialog Box থেকে Block/Select কৃত Object এর Quality/Speed এবং এর Rasterization Resolation দেখতে পারি ও বাড়াতে কমাতে পারি । পরবর্তীতে
- Ok Click এর মাধ্যমে Block/Select কৃত Object এর উপর ইহা Apply করতে পারি।
12. Rasterize (অবজেকে বিটম্যাপ ইমেজে কনভার্ট করা)।
- যে অবজেক্টকে বিটম্যাপ ইমেজে কনভার্ট করতে চাই তাহা Block/Select করে
- Object Click
- Rasterize Click বলে Rasterize Dialog Box আসবে তখন এই Box এর মধ্যে Color Model, Resolation, Background, Options ইত্যাদি Select পূর্বক পরিবর্তন করা যায়। পরবর্তীতে
- Ok Click এর মাধ্যমে Block/Select কৃত Object এর উপর ইহা Apply করতে পারি।
13. Create Gradient Mesh (গ্রাভায়েন্ট মৈস তৈরী করা):
- একটি Fill কৃত Object Select করতে হবে। তারপর
- Object Click
- Create Gradient Mesh Click করলে Create Gradient Mesh Dialog Box আসে তখন Select কৃত
- Object 47 67 Rows & Column 251, Apperance (Lighting Position), Highlight % UJIA Select করে Preview নিশ্চিত হয়ে \
- Ok Click করলেই Select কৃত Object এর মধ্যে এ্যাডায়েন্ট মেস তৈরী হবে ।
14. Path (চিত্র সংযুক্ত করা) :
- Pen Tool (P), Paintbrush Tool (B), Pencil Tool (N) ইত্যাদির মাধ্যমে কোন চিত্র অংকন করলে অনেক সময়ই এর দুটি Side ছিন্ন থাকে। ছিন্ন থাকাবস্থায় অংকনকৃত চিত্রটি Select করে
- Object Click
- Path Click
- Join Click করলে Select কৃত চিত্রের দুটি Side সংযুক্ত হবে।
[ OR : ছিন্ন অবস্থায় চিত্রটি select করে Keyboard Key {Ctrl+J} Press করলে Select কৃত চিত্রের দুটি side সংযুক্ত হবে।
এছাড়াও Path Sub Menu এর অধিনস্থ অন্যান্য অপশনগুলাে ডিজাইন করতে বিভিন্ন কাজে ব্যবহৃত হয়।
মনে রাখবেন Path Sub Menu এর অধিনস্থ অন্যান্য অপশনগুলাের সাহায্যে কাজ করার সময় অনেক সময়ই Direct Selection Tool এর মাধ্যমে Select করতে হয় ।
Pathfinder Palette এর সাহায্যে বিভিন্ন প্রকার Path এর ব্যবহার শিখা যায় । বিস্তারিত শিক্ষকের নিকট থেকে জেনে নিন । ]
15. Blend (রং সংমিশ্রন করা) :
- শব্দগত দিক দিয়ে Blend শব্দের অর্থ হলো একত্রে মিশ্রিত হওয়া বা মিশ্রন করা । পূর্বেই এই অপশনটি নিয়ে আলোচনা করা হয়েছে। Tool Box নিয়ে কাজ করার সময় ১৫ নং টুলের নাম ছিল Blend Tool (W)। এর কাজ ছিল আলাদা আলাদা রং এর সংমিশ্রন ঘটানো। Fill Color না দিয়েও শুধু লাইনের উপর ভিত্তি করে Blend এর কাজ করা যায় । এবং ইহা বিভিন্নরূপে ব্যবহার করা যায় । এজন্য নিবের্নিত অপশনগুলো ভালভাবে দেখুন ঃ
- Object Click
- Blend Select করে এর অধিনস্থ
- Make (Ctrl+Alt+B) ঃ এর মাধ্যমে Select কৃত দুটি Object এর উপর Blend Apply করা যায় ।
- Release (Ctrl+Shift+Alt+B) 8 4 Select Object Apply করা যায়। Blend Remove
- Blend Options ঃ ইহা ব্যবহারের আগে Blend Apply করা থাকলে ভাল হয় । এই Blend Options এর মধ্যে Click করার পর সাথে সাথে Blend Options Dialog Box চলে আসে তখন এই Box থেকে Smooth Color, Specified Steps, Specified Distance ইত্যাদি Preview তে দেখে ভালভাবে সেটিং করার পর Ok Click করতে হবে ।
- Expand : Blend এর সবগুলো Point Select করতে ব্যবহৃত হয়।
- Replace Spine ঃ ইহা ব্যবহারের আগে Blend Apply করা থাকতে হবে । Apply কৃত Blend এর পাশাপাশি Pen Tool এর মাধ্যমে একটি Drawing করি । তারপর Blend এবং Drawing একসাথে Select করে এই Replace Spine Click করলেই Drawing অনুসারে Blend তৈরী হবে ।
- Reverse Spine ঃ ইহা ব্যবহারের আগে Blend Apply করা থাকতে হবে । Apply কৃত Blend টি Select করে এই Reverse Spine Click করলে Select কৃত Blend টি উল্টে যাবে ।
- Reverse Front to Back ঃ ইহা ব্যবহারের আগে Blend Apply করা থাকতে হবে। Apply কৃত Blend টি
- Select থাকাবস্থায় ইহা উপর থেকে নিচে বা নিচে থেকে উপরে প্রতিস্থাপন করার জন্য এই Reverse Front to Back Option ব্যবহার করা হয় ।
- এছাড়াও Blend কে Ungroup করে বিভিন্ন প্রকার কাজ করা যায়। শিক্ষকের নিকট জানুন ।
16, clipping Mask (আর্টয়ার্কের নির্দিষ্ট অংশ আলাদা করা)।
- সম্পূর্ন আর্টওয়ার্কের নির্দিষ্ট অংশকে বলে Masks (মাস্ক)। যেভাবে বা যে পদ্ধতিতে একটি আর্টওয়ার্কের নির্দিষ্ট অংশকে আলাদা করা হয় তাকে Masking বলা হয়। উদাহরন ও এর ব্যবহার করতে হলে যে কোন একটি Picture (ছবি) Place করে বা মনের ইচ্ছেমত একটি Artwork তৈরী করে এর মধ্য থেকে যে অংশটুকু Masking (আলাদা করা) করতে চাই সে অংশটুকু Pen Tool, Elipse Tool, Rectangle Tool বা এ জাতীয় কোন টুলের মাধ্যমে Object তৈরী পূর্বক Marking করে তৈরীকৃত উভয় Objcct কে একসাথে Sclcct করে
- Object Click
- Clipping Mask Click V Make Click করলেই
- Marking কৃত Artwork এর নির্দিষ্ট অংশ আলাদা হয়ে যাবে ।
OR: তৈরীকৃত উভয় Object কে একসাথে Select করে Keyboard Key {Ctrl+7} Press করলেই Marking কৃত Artwork এর নির্দিষ্ট অংশ আলাদা হয়ে যাবে। পরবর্তীতে
- Clipping Mask Apply কৃত আর্টওয়ার্কের নিদিষ্ট অংশটুকু Select করে
- Object Click
- Clipping Mask Click
- Release Click Masking Remove হয়ে যায়
[OR; Masking Remove করার জন্য Keyboard Key {Ctrl+Alt+7}]
17. Compound Path (কম্পাউন্ড প্যাথ) :
- সাধারণত আর্টওয়ার্কের Background (ব্যাক গ্রাউন্ড) এর উপর অন্য কোন অবজেক্ট সংযোজন করলে মূল আর্টওয়ার্কটির নির্দিষ্ট অংশ ঢাকা পড়ে যায় । প্রয়োজনে আর্টওয়ার্কের নির্দিষ্ট অংশকে ফাক করে মূল আর্টওয়ার্কের ব্যাকগ্রাউন্ড দ্বারা পূরণ করা যায় । এটিই হচ্ছে কম্পাউন্ড প্যাথ ।
A. To Create a Compound Path (কম্পাউন্ড প্যাথ তৈরী করা) :
- Rectangle টুলের সাহায্যে একটি অবজেক্ট (চতুর্ভুজ) অংকন করে তাতে Swatches কালার প্যালেটের সাহায্যে Fill Color (ফিল কালার) সংযোজন করুন । তারপর
- Ellipse টুলের সাহায্যে একটি অবজেক্ট (বৃত্ত) অংকন করে পূর্বে অংকনকৃত চতুর্ভুজের মধ্যে স্থাপন করুন এবং বৃত্তে অন্য কোন Fill Color (ফিল কালার) সংযোজন করুন । পরে
- বৃত্তের মধ্যে একটি স্টার অংকন করুন এবং স্টারে পছন্দমত Fill Color (ফিল কালার) সংযোজন করুন । এবার তৈরীকৃত সকল Object একসাথে Select করে
- Object Click
- Compound Path Click
- Make Click করলেই Compound Path যুক্ত হবে ।
[ OR : Compound Path তৈরী/যুক্ত করার Keyboard Key {Ctrl + 8} ]
B. To Release Compound Path (কম্পাউন্ড প্যাথ মুক্ত করা) :
- কোন Object এর উপর Compound Path যুক্ত থাকাবস্থায় Object টি Select করে Object Click
- Compound Path Click
- Release Click করলেই Compound Path মুক্ত হবে ।
[ OR : Compound Path বাদ/মুক্ত করার Keyboard Key { Ctrl+Alt+8} ]
18. crop Marks (ইমেজ এরিয়া চিহ্নিত করা)।
- Crop Marks দ্বারা Image Area চিহ্নিত করা যায়। নির্দিষ্ট কোন Artwork Crop Marks করা হলে ঐ Artwork এর অবাঞ্চিত অংশ বাদ দিয়ে শুধু Crop Marks অংশ Print হয় । প্রকাশনা শিল্পে এর ব্যবহার খুবই বেশী। একাধিক Color এ ত্বোন Design ন্যায় পর তা ছাপাখানায় Print ায় জন্য Color Scparation ফয়ে আলাদা আলাদা Print করতে হয় । Crop Marks ছাড়া Print করা হলে পরবর্তীতে ছাপাখানায় Color Measurment করা যায় না। এজন্য Design করা সম্পূর্নরূপে শেষ হয়ে গেলে যখন Print করার প্রয়ােজন হবে ঠিক তখনই Rectangle Tool (M) এর মাধ্যমে একটি Object (চতুর্ভুজ) তৈরী করি যেন সম্পূর্ন Design টি চতুর্ভুজের ভিতরে থাকে। পরে তৈরীকৃত চতুর্ভুজটি Select করে
- Object Click
- Crop Marks Click
- Make Click করলেই নির্দিষ্ট Image Area চিহ্নিত হবে। পরবর্তীতে আবার Crop Marks Apply করা থাকাবস্থায়
- Object Click
- Crop Marks Click
- Release Click করলে Image Area Crop Marks মুক্ত হবে ।
19. Graph (তৈরীকৃত গ্রাফ সংশােধন করা);
- বিভিন্ন প্রকার Graph (গ্রাফ) তৈরী করা নিয়ে পূর্বে আলােচনা করা হয়েছে । Tool Box এর অধিনস্থ বিভিন্ন Tool নিয়ে কাজ করার সময় 16 No Option এ Graph তৈরী করা শিখেছিলাম। মনে না থাকলে পূনরাবৃত্তি করুন। একটি Graph তৈরী করার পর অনেক সময়ই ইহা Editing করার প্রয়ােজন হয়। এজন্য প্রথমে Tool Box এর অধিনস্থ 16 No Option এর মাধ্যমে একটি Graph তৈরী করে তৈরীকৃত Graph টি Select করার পর
- Object Click
- Graph Select করে এর অধিনস্থ Sub Option গুলাের সাহায্যে Select কৃত Graph কে Editing করা যায় ।
আর্টিকেলের শেষকথাঃ Adobe illustrator Object Menu Tutorial Bangla
এতক্ষন আমারা জেনে নিলাম Adobe illustrator Object Menu Tutorial Bangla। আশা করি আমাদের আজকের এই Adobe illustrator Object Menu Tutorial Bangla পোষ্ট টি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। আর এই রকম Adobe illustrator Object Menu Tutorial Bangla নিত্য নতুন পোষ্ট পেতে আমাদের এরকে রায়হান ওয়েবসাইট টি ভিজিট করুন। ধন্যবাদ।