A Village Market Composition For Class 6, 7, 8, 9, 10, 11, 12
Assalamu Alaikum Dear Students. Today's Topic is a village market composition for class 6W. If you want to get a village market composition for class 7 Well in Your Mind Then You Must Read Carefully. Let's know Today's Topic a village market composition for class 12.
A Village Market Composition |
A Village Market Composition
Every big village in Bangladesh has got a market. It is an important place to the villagers. villagers buy and sell the daily necessaries of their life in a village market. A village market sits in an open place of the village. It generally sits by the side of a road or on bank of a river or a canal so that the villagers can come and go.
Village markets are of two kinds-hats and bazars. Bazars sit everyday in the morning and breaks at noon. Hats sit in the afternoon once or twice a week and continues from mid day to the early part of the night. Usually a village market is divided into three sections-open space, temporary shops and permanent shops. Vegetables, milk, fish, fruit, betel nut etc are sold in the open space. This place is always crowded. People buy their daily necessaries here.
The grocers sit in the temporary shops. From the grocers people can buy oil, salt, onion, garlic, ginger, pulse, etc. In the permanent shops cloth, shoes, wheat, rice, flour, ghee, spices and different stationary items are sold. There are also sweetmeat sellers. They do not cover the sweetmeats properly. There are the tailors' shops and the tailors are busy in cutting and sewing. On hat days one or two cows and goats are slaughtered and people buy meat.
People can also have fowls, hens, ducks etc. Cattle are sold in some big markets. There are also tea-stalls and the shops of barbers. A village market has demerits also. There is no fixed price for any of the items. A customer may be cheated at any time. A village market is not clean. There is no public sweeper to clean the rubbish and filth. Besides. sometimes higgling leads to quarrel.
Sometimes, shopkeepers are also oppressed by the local mastans and criminals. In spite of the demerits a village market is very useful and important in the life of the villagers Here! they meet their kith and kin and variety of people. The villagers sell their surplus products and he their daily necessaries. It saves time and money of the villagers.
অনুবাদঃ বাংলাদেশের প্রতিটি বড় গ্রামে বাজার পেয়েছে। গ্রামবাসীদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ স্থান। গ্রামের মানুষ তাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় জিনিসপত্র গ্রামের বাজারে ক্রয়-বিক্রয় করে। গ্রামের একটি খোলা জায়গায় বসে একটি গ্রামের বাজার। এটি সাধারণত রাস্তার পাশে বা নদী বা খালের ধারে বসে যাতে গ্রামবাসীরা আসতে পারে।
গ্রামের বাজার দুই প্রকার- হাট ও বাজার। প্রতিদিন সকালে বাজার বসে এবং দুপুরে বিরতি। সপ্তাহে এক বা দুবার বিকেলে হাট বসে এবং মধ্য দিন থেকে রাতের প্রথম ভাগ পর্যন্ত চলে। সাধারণত একটি গ্রামের বাজারকে তিনটি ভাগে ভাগ করা হয়- খোলা জায়গা, অস্থায়ী দোকান এবং স্থায়ী দোকান। খোলা জায়গায় সবজি, দুধ, মাছ, ফল, সুপারি ইত্যাদি বিক্রি হয়। এই জায়গায় সবসময় ভিড় থাকে। মানুষ এখানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করে।
মুদিরা অস্থায়ী দোকানে বসে। মুদিদের কাছ থেকে মানুষ তেল, লবণ, পেঁয়াজ, রসুন, আদা, ডাল ইত্যাদি কিনতে পারে। স্থায়ী দোকানগুলোতে কাপড়, জুতা, গম, চাল, আটা, ঘি, মসলাসহ বিভিন্ন নিশ্চল জিনিসপত্র বিক্রি হয়। মিষ্টি বিক্রেতাও রয়েছে। তারা মিষ্টির মাংস ঠিকমতো ঢেকে রাখে না। সেখানে দর্জির দোকান রয়েছে এবং দর্জিরা কাটা ও সেলাইয়ের কাজে ব্যস্ত। হাটের দিনে দু-একটি গরু-ছাগল জবাই করে মানুষ মাংস কিনে নেয়।
মানুষের পাখী, মুরগি, হাঁস ইত্যাদিও থাকতে পারে। কিছু বড় বাজারে গরু বিক্রি করা হয়। চা-স্টল ও নাপিতের দোকানও রয়েছে। গ্রামের বাজারেরও ক্ষতি আছে। কোন আইটেমের জন্য কোন নির্দিষ্ট মূল্য নেই। একজন গ্রাহক যে কোন সময় প্রতারিত হতে পারেন। গ্রামের বাজার পরিষ্কার নয়। ময়লা-আবর্জনা পরিষ্কার করার জন্য কোনো পাবলিক সুইপার নেই। এছাড়া. কখনো কখনো ঝগড়া ঝগড়ার দিকে নিয়ে যায়।
অনেক সময় দোকানদাররাও স্থানীয় মাস্তান ও অপরাধীদের হাতে নির্যাতিত হয়। ক্ষতি সত্ত্বেও একটি গ্রামের বাজার এখানকার গ্রামবাসীদের জীবনে খুব দরকারী এবং গুরুত্বপূর্ণ! তারা তাদের আত্মীয়স্বজন এবং বিভিন্ন ধরণের লোকের সাথে দেখা করে। গ্রামবাসী তাদের উদ্বৃত্ত পণ্য বিক্রি করে এবং সে তাদের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র। এতে গ্রামবাসীর সময় ও অর্থ সাশ্রয় হয়।
The End Of The Article: a village market composition for class 10
We Have Learned So Far a village market composition for class 9. If You Like Today's a village market composition for class 6, You Can Share it With Your Facebook Friends. And Stay With Our RK Raihan Website To Get Daily New Posts Like This. a village market composition for class 6, a village market composition for class 7, a village market composition for class 12, a village market composition for class 10, a village market composition for class 9