9600 bps স্পিডটি ব্যাখ্যা কর
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো 9600 bps স্পিডটি ব্যাখ্যা কর জেনে নিবো। তোমরা যদি 9600 bps স্পিডটি ব্যাখ্যা কর টি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের 9600 bps স্পিডটি ব্যাখ্যা কর টি।
9600 bps স্পিডটি ব্যাখ্যা কর |
9600 bps স্পিডটি ব্যাখ্যা কর
উত্তর: 9600 bps মানে হচ্ছে প্রতি সেকেন্ডে এক Computer হতে অন্য কম্পিউটারে 9600 bps ডেটা স্থানান্তরিত হয়। এই ডেটা ট্রান্সমিশন স্পীডকে অনেক সময় Bandwidth বলা হয়। এই ব্যান্ডউইউথ সাধারণত Bit per Second (bps)-এ হিসাব করা হয়। অর্থাৎ, প্রতি সেকেন্ড যে পরিমাণ বিট ট্রান্সমিট করা হয় তাকে bps বা Bandwidth বলে ।
আর্টিকেলের শেষকথাঃ 9600 bps স্পিডটি ব্যাখ্যা কর
আমরা এতক্ষন জেনে নিলাম 9600 bps স্পিডটি ব্যাখ্যা কর টি। যদি তোমাদের আজকের এই 9600 bps স্পিডটি ব্যাখ্যা কর টি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।