তুমি আসবে বলে হে স্বাধীনতা কবিতা সখিনা বিবির কপাল ভাঙল
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো তুমি আসবে বলে হে স্বাধীনতা কবিতা সখিনা বিবির কপাল ভাঙল জেনে নিবো। তোমরা যদি তুমি আসবে বলে হে স্বাধীনতা কবিতা সখিনা বিবির কপাল ভাঙল টি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের তুমি আসবে বলে হে স্বাধীনতা কবিতা সখিনা বিবির কপাল ভাঙল টি।
তুমি আসবে বলে হে স্বাধীনতা কবিতা সখিনা বিবির কপাল ভাঙল |
তুমি আসবে বলে হে স্বাধীনতা কবিতা সখিনা বিবির কপাল ভাঙল
তুমি আসবে ব'লে, হে স্বাধীনতা,
সাকিনা বিবির কপাল ভাঙলাে,
সিথির সিঁদুর গেল হরিদাসীর।
তুমি আসবে বলে হে স্বাধীনতা,
শহরের বুকে জলপাইয়ের রঙের ট্যাঙ্ক
এলাে দানবের মতাে চিল্কার করতে করতে,
তুমি আসবে ব'লে, হে স্বাধীনতা,
ছাত্রাবাস, বস্তি উজাড় হলাে। রিকয়েললেস রাইফেল
আর মেশিনগান খই ফোটালাে যত্রতত্র।
তুমি আসবে ব'লে ছাই হলো গ্রামের পর গ্রাম।
তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তুভিটার
ভগ্নতূপে দাঁড়িয়ে একটানা আর্তনাদ করলাে একটা কুকুর।
তুমি আসবে বলে হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিলাে পিতামাতার লাশের উপর।
সারমর্ম: অনেক ত্যাগ ও তিতিক্ষার বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। শত্রুবাহিনীর চরম আক্রোশ ও নির্মমতার শিকার হয়েছে নারী, শিশুসহ আপামর জনসাধারণ। লক্ষ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে পাওয়া এই দ্বাধীনতাকে কোনাে মূল্য দিয়ে মাপা যায় না।
আর্টিকেলের শেষকথাঃ তুমি আসবে বলে হে স্বাধীনতা কবিতা সখিনা বিবির কপাল ভাঙল
আমরা এতক্ষন জেনে নিলাম তুমি আসবে বলে হে স্বাধীনতা কবিতা সখিনা বিবির কপাল ভাঙল টি। যদি তোমাদের আজকের এই তুমি আসবে বলে হে স্বাধীনতা কবিতা সখিনা বিবির কপাল ভাঙল টি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।