শৈশবে সদুপদেশ যাহার না রোচে সারমর্ম
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো শৈশবে সদুপদেশ যাহার না রোচে সারমর্ম জেনে নিবো। তোমরা যদি শৈশবে সদুপদেশ যাহার না রোচে সারমর্ম টি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের শৈশবে সদুপদেশ যাহার না রোচে সারমর্ম টি।
শৈশবে সদুপদেশ যাহার না রোচে সারমর্ম |
শৈশবে সদুপদেশ যাহার না রোচে সারমর্ম
শৈশবে সদুপদেশ যাহার না রােচে,
জীবনে তাহার কভু মূর্খতা না ঘােচে।
চৈত্র মাসে চাষ দিয়া না বােনে বৈশাখে,
কবে সেই হৈমন্তিক ধান্য পেয়ে থাকে?
সময় ছাড়িয়া দিয়া করে পণ্ডশ্রম, ফল চাহে, -
সেও অতি নির্বোধ, অধম।
খেয়া-তরী চলে গেলে বসে এসে তীরে,
কিসে পার হবে, তরী না আসিলে ফিরে?
সারমর্ম: নৈতিকতা শেখার যথার্থ সময় শিশুকাল। ঠিক সময়ে ঠিক কাজটি করতে না পারলে জীবন ব্যর্থতায়। পর্যবসিত হয়। এমনকি অসময়ে অতিশ্রমেও কাঙ্ক্ষিত ফল লাভ করা সম্ভব হয় না।
আর্টিকেলের শেষকথাঃ শৈশবে সদুপদেশ যাহার না রোচে সারমর্ম
আমরা এতক্ষন জেনে নিলাম শৈশবে সদুপদেশ যাহার না রোচে সারমর্ম টি। যদি তোমাদের আজকের এই শৈশবে সদুপদেশ যাহার না রোচে সারমর্ম টি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।