নিখিলের এত শোভা এত রূপ এত হাসি গান সারমর্ম
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো নিখিলের এত শোভা এত রূপ এত হাসি গান সারমর্ম জেনে নিবো। তোমরা যদি নিখিলের এত শোভা এত রূপ এত হাসি গান সারমর্ম টি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের নিখিলের এত শোভা এত রূপ এত হাসি গান সারমর্ম টি।
নিখিলের এত শোভা এত রূপ এত হাসি গান সারমর্ম |
নিখিলের এত শোভা এত রূপ এত হাসি গান সারমর্ম
নিখিলের এত শােভা, এত রূপ, এত হাসি-গান, ছাড়িয়া মরিতে মাের কভু নাহি চাহে মন-প্রাণ এ বিশ্বের সব আমি প্রাণ দিয়ে বাসিয়াছি ভালাে - আকাশ বাতাস জল, রবি-শশী, তারকার আলাে। সকলেরই সাথে মাের হয়ে গেছে বহু জানা-শােনা, কত কি-যে মাখামাখি, কত কি-যে মায়া-মন্ত্র বােনা। বাতাস আমারে ঘিরে খেলা করে মাের চারিপাশ, অনন্তের কত কথা কহে নিতি নীলিমা আকাশ। চাঁদের মধুর হাসি, বিশ্বমুখে পুলক চুম্বন, মিটিমিটি চেয়ে থাকা তারকার করুণ নয়ন, বসন্ত নিদাঘ-শােভা, বিকশিত কুসুমের হাসি, দিকে দিকে শুধু গান, শুধু প্রেম-ভালবাসাবাসি।
সারমর্ম: প্রাকৃতিক সৌন্দর্য পৃথিবীকে অপরূপ করেছে। প্রকৃতি মানুষের মনকে পুলকিত করে; আবার প্রকৃতির প্রেমে মানুষের মন বাঁধা পড়ে। এই মায়া ত্যাগ করে কেউই পৃথিবী থেকে চিরবিদায় নিতে চায় না।
আর্টিকেলের শেষকথাঃ নিখিলের এত শোভা এত রূপ এত হাসি গান সারমর্ম
আমরা এতক্ষন জেনে নিলাম নিখিলের এত শোভা এত রূপ এত হাসি গান সারমর্ম টি। যদি তোমাদের আজকের এই নিখিলের এত শোভা এত রূপ এত হাসি গান সারমর্ম টি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।