মাতার কাছে পুত্রের চিঠি নবম শ্রেণি Class 9
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো মাতার কাছে পুত্রের চিঠি জেনে নিবো। তোমরা যদি মাতার কাছে পুত্রের চিঠি টি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের মাতার কাছে পুত্রের চিঠি টি।
মাতার কাছে পুত্রের চিঠি |
মাতার কাছে পুত্রের চিঠি
২ সেপ্টেম্বর ২০১৯
মতিঝিল, ঢাকা
শ্রদ্ধেয় মা
আমার সালাম নিয়াে। আশা করি ভালাে আছি। আমি নিরাপদে ছাত্রাবাসে পেীছেছি। যদিও আসার পথে বাড়ির কথা ভেবে আমার মন খারাপ লাগছিল। প্রতিবারই বাড়ি থেকে আসার সময়ে আমার এ রকম হয়। এসেই জানতে পারলাম আগামী ১০ই নভেম্বর থেকে আমাদের প্রাক-নির্বাচনি পরীক্ষা শুরু হবে। তাই পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছি। আমার জন্য। আশীর্বাদ কোরাে। ছুটিতে বাড়ি গিয়ে লেখাপড়ায় খানিকটা ছেদ পড়েছিল। তাই এখন বেশি পরিশ্রম করে লেখাপড়ার সাময়িক ক্ষতি পুষিয়ে নিচ্ছি। মা, আমি তােমাকে আমার জীবনের লক্ষ্যের কথা জানিয়েছি। আমি সেই লক্ষ্য পূরণে যথাসাধ্য চেষ্টা করব, তােমাদের মুখ উজ্জ্বল করার চেষ্টা করব। আসার সময়ে মেহরাবকে কিছুটা অসুস্থ দেখে এসেছি। এখন ও কেমন আছে, জানিয়াে। বাবাকে শরীরের প্রতি যত্ন নিতে বােলাে। আমার জন্য চিন্তা কোরাে না। আমি এখন ভালাে আছি। ইতি
তোমার স্নেহের
মাহের
আর্টিকেলের শেষকথাঃ মাতার কাছে পুত্রের চিঠি নবম শ্রেণি
আমরা এতক্ষন জেনে নিলাম মাতার কাছে পুত্রের চিঠি class 9 টি। যদি তোমাদের আজকের এই মাতার কাছে পুত্রের চিঠি class 9 টি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।