দৈন্য যদি আসে আসুক লজ্জা কিবা তাহে সারমর্ম
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো দৈন্য যদি আসে আসুক লজ্জা কিবা তাহে সারমর্ম জেনে নিবো। তোমরা যদি দৈন্য যদি আসে আসুক লজ্জা কিবা তাহে সারমর্ম টি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের দৈন্য যদি আসে আসুক লজ্জা কিবা তাহে সারমর্ম টি।
দৈন্য যদি আসে আসুক লজ্জা কিবা তাহে সারমর্ম |
দৈন্য যদি আসে আসুক লজ্জা কিবা তাহে সারমর্ম
দৈন্য যদি আসে, আসুক, লজ্জা কিবা তাহে?
মাথা উঁচু রাখিস।
সুখের সাথী মুখের পানে যদি নাহি চাহে,
ধৈর্য ধরে থাকিস।
রুদ্ররূপে তীব্র দুঃখ যদি আসে নেমে,
বুক ফুলিয়ে দাঁড়াস,
আকাশ যদি বজ্র নিয়ে মাথায় পড়ে ভেঙে,
উর্ধ্বে দু'হাত বাড়াস।
সারমর্ম: বিপদ ও দুঃখে কাতর হলে চলবে না। ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে জীবনের কঠিন পথ অতিক্রম করতে হয়। সংগ্রাম ছাড়া জীবনে সাফল্য অর্জন করা সম্ভব নয়।
দৈন্য যদি আসে আসুক লজ্জা কিবা তাহে সারমর্ম
দৈন্য যদি আসে আসুক, লজ্জা কিবা তাহে?
মাথা উঁচু রাখিস ।
সুখের সাথী মুখের পানে যদি না চাহে
ধৈর্য ধরে থাকিস।
রুদ্ররূপে তীব্র দুঃখ যদি আসে নেমে,
বুক ফুলিয়ে দাঁড়াস্ ।
আকাশ যদি বজ্র নিয়ে মাথায় পড়ে ভেঙে
ঊর্ধ্বে দু'হাত বাড়াস।
সারমর্ম: জীবনের চলার পথে দুরবস্থা ও বিপর্যয়ে মানুষের ধৈর্য হারানো উচিত নয় । প্রতিকূলতাকে সাহস ও ধৈর্যের সঙ্গে প্রতিহত করাই মানুষের একান্ত করণীয়।
আর্টিকেলের শেষকথাঃ দৈন্য যদি আসে আসুক লজ্জা কিবা তাহে সারমর্ম
আমরা এতক্ষন জেনে নিলাম দৈন্য যদি আসে আসুক লজ্জা কিবা তাহে সারমর্ম টি। যদি তোমাদের আজকের এই দৈন্য যদি আসে আসুক লজ্জা কিবা তাহে সারমর্ম টি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।