ধন্য আশা কুহকিনী সারমর্ম
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো ধন্য আশা কুহকিনী সারমর্ম জেনে নিবো। তোমরা যদি ধন্য আশা কুহকিনী সারমর্ম টি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের ধন্য আশা কুহকিনী সারমর্ম টি।
ধন্য আশা কুহকিনী সারমর্ম |
ধন্য আশা কুহকিনী সারমর্ম
ধন্য আশা কুহকিনী! তােমার মায়ায় অসার সংসারচক্র ঘােরে নিরবধি! দাঁড়াইত স্থিরভাবে, চলিত না হায়! মন্ত্রবলে তুমি চক্র না ঘুরাতে যদি! ভবিষ্যৎ-অন্ধ মৃঢ় মানব-সকল ঘুরিতেছে কর্মক্ষেত্রে বর্তুল আকার; তব ইন্দ্রজালে মুগ্ধ; পেয়ে তব বল । যুঝিছে জীবন-যুদ্ধ হায়! অনিবার। নাচায় পুতুল যথা দক্ষ বাজিকরে, নাচাও তেমনি তুমি অর্বাচীন নরে।
সারমর্ম: আশা জীবন-সংসারের অদৃশ্য চালিকাশক্তি। আশা না থাকলে মানবজীবন স্থবির ও জড়তায় পর্যবসিত হতাে। আশা আছে বলেই এর মন্ত্র-মায়ায় মানুষ সামনে এগিয়ে চলে, সমৃদ্ধির লক্ষ্যে জীবন-যুদ্ধে অবতীর্ণ
আর্টিকেলের শেষকথাঃ ধন্য আশা কুহকিনী সারমর্ম
আমরা এতক্ষন জেনে নিলাম ধন্য আশা কুহকিনী সারমর্ম টি। যদি তোমাদের আজকের এই ধন্য আশা কুহকিনী সারমর্ম টি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো। ধন্য আশা কুহকিনী সারমর্ম, সারমর্ম ধন্য আশা কুহকিনী, ধন্য আশা কুহকিনী, ধন্য আশা কুহকিনী কবিতা, ধন্য আশা কুহকিনী তোমার মায়ায়, ধন্য আশা কুহকিনী কবিতা কার লেখা