বসুমতি কেন তুমি এতই কৃপণা সারমর্ম
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো বসুমতি কেন তুমি এতই কৃপণা সারমর্ম জেনে নিবো। তোমরা যদি বসুমতি কেন তুমি এতই কৃপণা সারমর্ম টি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের বসুমতি কেন তুমি এতই কৃপণা সারমর্ম টি।
বসুমতি কেন তুমি এতই কৃপণা সারমর্ম |
বসুমতি কেন তুমি এতই কৃপণা সারমর্ম
বসুমতি, কেন তুমি এতই কৃপণা,
কত খোঁড়াখুঁড়ি করি পাই শস্যকণা।
দিতে যদি হয় দে মা, প্রসন্ন সহাস -
কেন এ মাথার ঘাম পায়েতে বহাস?
বিনা চাষে শস্য দিলে কী তাহাতে ক্ষতি?
শুনিয়া ঈষৎ হাসি কন বসুমতী,
আমার গৌরব তাহে সামান্যই বাড়ে,
তােমার গৌরব তাহে নিতান্তই ছাড়ে।
সারমর্ম: শস্যসম্পদ অর্জন করা কষ্টসাধ্য। তাই মানুষের শক্তি, সামর্থ্য ও শ্রমের এত মূল্য। অন্যের করুণার উপরে নির্ভরশীল হলে মানুষের মর্যাদা বাড়ে না। কষ্ট করে পাওয়া ফলের মধ্যে মানুষের গৌরব নিহিত।
বসুমতি কেন তুমি এতই কৃপণা সারমর্ম
বসুমতী কেন তুমি এতই কৃপণা?
কত খোঁড়া-খুঁড়ি করে পাই শস্যকণা ।
দিতে যদি হয় দে মা প্রসন্ন সহাস,
কেন এ মাথার ঘাম পায়েতে বহাস?
বিনা চাষে শস্য দিলে কি তাহাতে ক্ষতি?
শুনিয়া ঈষৎ হাসি কহে বসুমতি—
আমার গৌরব তাহে সামান্যই বাড়ে,
তোমার গৌরব তাহে একেবারে ছাড়ে ।
সারমর্ম: বিনা শ্রমে মাটিতে ফসল জন্মালে তাতে পৃথিবীর গৌরব কিছুটা বাড়লেও মানুষের গৌরর একেবারে ক্ষুণ্ণ হয়। কারণ শ্রমের মধ্যেই মানবজীবনের সার্থকতা ও গৌরব নিহিত।
আর্টিকেলের শেষকথাঃ বসুমতি কেন তুমি এতই কৃপণা সারমর্ম
আমরা এতক্ষন জেনে নিলাম বসুমতি কেন তুমি এতই কৃপণা সারমর্ম টি। যদি তোমাদের আজকের এই বসুমতি কেন তুমি এতই কৃপণা সারমর্ম টি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো। বসুমতি কেন তুমি এতই কৃপণা সারমর্ম