বিদেশি শব্দের বানানের নিয়ম পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো বিদেশি শব্দের বানানের নিয়ম পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ জেনে নিবো। তোমরা যদি বিদেশি শব্দের বানানের নিয়ম পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ টি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের বিদেশি শব্দের বানানের নিয়ম পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ টি।
বিদেশি শব্দের বানানের নিয়ম পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ |
প্রশ্ন- বিদেশি শব্দ বানানের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
উত্তর বিদেশি শব্দ বানানের পাঁচটি নিয়ম উদাহরণসহ নিচে তুলে ধরা হলাে :
ক. বিদেশি শব্দের বানানে ই-কার (f) ও উ-কার ( ) ব্যবহৃত হবে। যেমন আরবি, কাহিনি, টুপি ইত্যাদি।
খ. বিদেশি শব্দের বানানে মূর্ধন্য ‘ণ’ ব্যবহৃত হবে না। যেমন- কোরান, গভর্নর, ইরান ইত্যাদি।
গ. যেখানে বাংলায় বিদেশি শব্দের বানান পরিবর্তিত হয়ে স’ ‘ছ’ এর রূপ লাভ করেছে সেখানে ছি’ এর ব্যবহার থাকবে। যেমন: তছনছ, মিছরি, মিছিল ইত্যাদি।
ঘ. বিদেশি শব্দের বানানে ‘ষ’ ব্যবহারের প্রয়ােজন নেই। যেমন : পােশাক, বেহেশত, জিনিস, সালাত ইত্যাদি।
ঙ. বাংলায় বিদেশি শব্দের আদিতে পৃথক ‘স’ সম্ভব নয়। এগুলাে যুক্তবর্ণ দিয়ে লিখতে হবে। যেমন : স্টেশন, স্ট্রিট, স্প্রিং ইত্যাদি।
আর্টিকেলের শেষকথাঃ বিদেশি শব্দের বানানের নিয়ম পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ
আমরা এতক্ষন জেনে নিলাম বিদেশি শব্দের বানানের নিয়ম পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ টি। যদি তোমাদের আজকের এই বিদেশি শব্দের বানানের নিয়ম পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ টি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।