বাংলা বানানের ত্রুটির কারণ নির্দেশ কর
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো বাংলা বানানের ত্রুটির কারণ নির্দেশ কর। জেনে নিবো। তোমরা যদি বাংলা বানানের ত্রুটির কারণ নির্দেশ কর। টি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের বাংলা বানানের ত্রুটির কারণ নির্দেশ কর। টি।
বাংলা বানানের ত্রুটির কারণ নির্দেশ কর |
প্রশ্ন- বাংলা বানানের ত্রুটির কারণ নির্দেশ কর।
উত্তর যেকোনাে ভাষায় শব্দের বানান ও উচ্চারণ সঠিক না হলে সে ভাষার সৌন্দর্য, সৌন্দর্য ও সমৃদ্ধি সাধিত হয় না। সঠিক বানান ও সঠিক উচ্চারণের জন্য বাংলা ভাষা এ যাবৎকাল সমালােচিত হয়ে আসছে। নিম্নবর্ণিত কারণে বাংলা বানানে সমস্যা বা ত্রুটি দেখা দেয় :
১. ভুল উচ্চারণ— যেমন, অ-ও-হসন্ত, ই-ঈ, উ-উ, এ-অ্যা, ক্ষ-খ, শ-ষ-স ইত্যাদি।
২. ভুল বানান জানার জন্য তুটি।।
৩. লেখকের নিজস্ব ভঙ্গিতে লেখার জন্য ত্রুটি।
৪. অভিধানে একই শব্দের ভিন্ন ভিন্ন রকম বানানের জন্য ভ্রান্তি ।।
৫. সকল অভিধানে একই শব্দের বানানে সমতার অভাবজনিত বিভান্তি
৬. মুদ্রণজনিত ত্রুটি।
৭. বিভিন্ন বানান সমিতির মধ্যে বানান কেন্দ্রিক ভ্রান্তি।
আর্টিকেলের শেষকথাঃ বাংলা বানানের ত্রুটির কারণ নির্দেশ কর।
আমরা এতক্ষন জেনে নিলাম বাংলা বানানের ত্রুটির কারণ নির্দেশ কর। টি। যদি তোমাদের আজকের এই বাংলা বানানের ত্রুটির কারণ নির্দেশ কর। টি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।